0.6 C
Toronto
শনিবার, মার্চ ২৯, ২০২৫

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, কাকে বললেন অপু বিশ্বাস

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, কাকে বললেন অপু বিশ্বাস - the Bengali Times
ছবি ফেসবুক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেছেন অপু বিশ্বাস, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’

এর পরই ড্রামা কুইন হিসাবে অপু কাকে ইঙ্গিত করেছেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেননা, একদিন আগেই শাকিব খান তার দ্বিতীয় ছেলের জন্মদিন উদযাপন করেছেন। আর সেই ছবি পোস্ট করে শবনম বুবলী তার ফেসবুকেম লেখেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসা কোনো দেয়াল মানে না।’

- Advertisement -

সপ্তহখানেক আগে শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।

বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তাঁর দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তাঁর ছেলের ভিডিও পোস্ট করেছেন-এটিকে অপু বিশ্বাস “আদিখ্যেতা” বলেছেন।’

- Advertisement -

Related Articles

Latest Articles