3 C
Toronto
সোমবার, মার্চ ৩১, ২০২৫

পরিচালকদের মন জয় করার ভ্যাকসিনের নাম জানা নেই : দীঘি

পরিচালকদের মন জয় করার ভ্যাকসিনের নাম জানা নেই : দীঘি - the Bengali Times
ছবি সংগৃহীত

পরিচালকদের মন জয় করার ভ্যাকসিনের নাম জানা নেই অভিনেত্রী দীঘির। দীঘি বলেন, খুব দেখে শুনে সিন্ডিকেট মেনে এখন কাজ করছি, যেটা আমি পারি বা বুঝে উঠতে পারি । তিনি বলেন, প্রত্যেকটা পরিচালকের পছন্দের তালিকায় ৫ বা ৬ জন নায়ক বা নায়িকা থাকে যাদেরকেই কাস্ট করা বা সিনেমাতে অভিনয়ের সুযোগ বেশি দেয়া হয় । তাদের ভিতর আমিও পরে গেছি,কোন পরিচালকের আইকেন্দ্রীক ফেবারিট হতে পারি নি মনে করেন ঢাকাই চলচিত্রের এই নায়িকা।

এছাড়াও তিনি বলেন, আমি নিদির্ষ্ট কোন পরিচালকের ফেবারিট হতে চাই না, আমি সবার সাথেই কাজ করতে চাই। দীঘি জানান,প্রত্যেক পরিচালকের উচিত নিদির্ষ্ট অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি যারা চরিত্রটির সাথে মানানশীল তাদেরকে সুযোগ দেয়া। এতে নতুনদের কাজের প্রতি আগ্রহ বাড়বে,অভিনয় দক্ষতা বাড়বে।

- Advertisement -

দীঘি মনে করেন কিভাবে আসলে মন জয় করে পরিচালকদের সাথে কাজ করতে হয় বা কাজ বেশি পাওয়া যায় এই সিক্রেট বিষয়টা বা ভ্যাকসিনটা তিনি এখনও খুঁজে পান নি, জানলে হয়তো কাজ অনেক বেশি পেতেন।

তিনি পারফেক্ট কাজের মাধ্যমে সবার নজরে আসতে চান এবং এভাবেই নিজেকে সিনেমা জগতে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles