3.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

চন্দ্র আর্যর মনোনয়ন বাতিল

চন্দ্র আর্যর মনোনয়ন বাতিল - the Bengali Times
অটোয়া রাইডিং থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে মনোনয়ন তা বাতিল লিবারেল পার্টি বাতিল করেছে বলে জানিয়েছে এই লিবারেল এমপি

অটোয়া রাইডিং থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে মনোনয়ন তা বাতিল লিবারেল পার্টি বাতিল করেছে বলে জানিয়েছে এই লিবারেল এমপি। ২০১৫ সাল থেকে সিটির নিপিয়ানের এই আসনে প্রতিনিধিত্ব করে আসছেন ৬২ বছর বয়সী আর্য।

তার এই মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের ঠিক মাসখানেক আগে নেতৃত্বের প্রতিযোগিতায় তার প্রার্থিতাও বাতিল করে লিবারেল পার্টি অব কানাডা।

- Advertisement -

মনোনয়ন বাতিলের এই সিদ্ধান্ত শুক্রবার এক চিঠির মাধ্যমে আর্যকে জানিয়ে দেন ন্যাশনাল ক্যাম্পেইন ডিরেক্টর অ্যান্ড্রু বিভান। আগাম নির্বাচনের ডাক দেওয়ার মাত্র কয়েকদিন আগে এই পদক্ষেপ নিল দলটি।

আর্যকে এরই মধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু চিঠিতে বলা হয়েছে, ক্যাম্পেইন কো-চেয়ারের নেতৃত্বাধীন দলের গ্রিন লাইট কমিটি তার প্রার্থিতা বাতিলের সুপারিশ করেছে বলে নতুন তথ্য পাওয়া গেছে। তবে নতুন তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বিভান।

আর্য তার ফেসবুক পেজে চিঠিটি শেয়ার করেছেন। তিনি বলেছেন, এমপি হওয়াটা আমার জীবনের দায়বদ্ধতা। এই খবর খুবই হতাশাজনক। ২০১৫ সাল থেকে একজন সংসদ সদস্য হিসেবে নিপিয়ানের মানুষ ও সব কানাডিয়ানকে সেবা করার যে দারুণ সম্মান ও সুযোগ এটা তাকে খাটো করে না।

গত জানুয়ারিতে নেতৃত্বের প্রতিযোগিতা থেকে আর্যর প্রার্থিতা যখন লিবারেল পার্টি বাতিল করে তখনও এ বিস্তারিত কিছু জানায়নি তারা।

এই সিদ্ধান্তের ফলে অটোয়ায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির আসনের সুযোগ উন্মুক্ত হলো। যদিও ঠিক কোন রাইডিং থেকে তিনি প্রতিযোগিতা করতে আগ্রহী তা এখনো ঘোষণা করেননি তিনি। অনেক লিবারেলই বলছেন, কার্নি সম্ভবত এডমন্টন থেকে প্রতিযোগিতা করতে পারেন, যেখানে তিনি বেড়ে উঠেছেন। অথবা টরন্টো যেখানে লিবারেলরা ভালো ফল করে কিংবা অটোয়া থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামনে পারেন, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles