2.8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

কানাডার ভবিষ্যৎ কী !

কানাডার ভবিষ্যৎ কী ! - the Bengali Times
আগামী এপ্রিলের ২৮ তারিখ সোমবার কানাডার ২৫ তম ফেডারেল ইলেকশনের দিন নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান

আজ মার্চ ২৩ রোববার বেলা ১২টায় অটোয়ায় রিডো হলের সামনে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডার আসন্ন নির্বাচনে তারিখ ঘোষণা করেন। আগামী এপ্রিলের ২৮ তারিখ সোমবার কানাডার ২৫ তম ফেডারেল ইলেকশনের দিন নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি প্রায় শ’খানিক সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ইলেকশন নিয়ে আলোচনা করেন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

- Advertisement -

কার্নি নির্বাচিত হলে কানাডিয়ানদের জন্য কী করবেন:

তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নয় দিন হলো। এই নয় দিনে তিনি কানাডার ইকোনোমিক স্ট্রং করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন যা তিনি উল্লেখ করেছেন এবং সেগুলো বাস্তবায়নে সামনের নির্বাচনে তাঁকে ফুল ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টাই করেছেন এবং তিনি কানাডার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অনেকগুলো স্টেপ অলরেডি নিয়েছেন।

তিনি নির্বাচিত হলে কানাডিয়ানদের জন্য যা করবেন বলে আজ  প্রমিস করেছেন সেগুলোর মধ্যে আছে:

Carney says he will cut taxes for middle-class Canadians.

অর্থাৎ তিনি বলেছেন, তিনি মিডল ক্লাস কানাডিয়ানদের ট্যাক্স কাট করবেন 1% যার ফলে বছরে একটা এমাউন্ট অফ মানি মিডল ক্লাসরা ফিরে পাবেন।

তিনি বলেছেন, হাউজিং ম্যাটেরিয়ালস কস্ট কমাবেন। ফলে অসংখ্য হাউজিং তৈরি হবে।

যখন বেশি হাউজিং তৈরি হবে তখন রেন্ট অটোমেটিক কমবে। যদিও এখনই হাউজ রেন্ট কম যাচ্ছে। কারণ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কমে গেছে।

তিনি ডেন্টাল কেয়ার আরো বেশি কানাডিয়ানদের জন্য accessible করবেন।

তিনি বলেছেন জুলাই ১ কানাডা ডে*র আগে তিনি কানাডার সকল প্রভিন্স ও টেরিটোরিসের জন্য একটা ইকোনোমি তৈরি করবেন। এটার মানে হলো বর্তমানে তো একেক প্রভিন্সে একেক রকম বেনিফিট বা অর্থনৈতিক তারতম্য দেখা যায়। সেটা তিনি সমগ্র কানাডার জন্য একটা ইকোনোমি বা একই রকম করবেন। যা অত্যন্ত ভালো ডিসিশন।

তিনি আরো অনেক কিছু করার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ট্রেড আলোচনাতে বসবেনই না, যতক্ষণ পর্যন্ত না ট্রাম্প কানাডার ওপর respect দেখান ও কানাডাকে একটা স্বাধীন দেশ হিসেবে রেসপেক্ট করেন।

তবে তিনি কানাডাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য নানারকম পদক্ষেপ নিচ্ছেন আমেরিকার ওপর নির্ভরশীল হওয়ার বদলে। তিনি তাঁর স্ট্রং লিডারশিপ দেখিয়েছেন যা এই মুহূর্তে বেশিরভাগ কানাডিয়ানদের কাছে সাপোর্ট মনে হচ্ছে।

কার্নি কোনো নেতার নাম ধরে বদনাম করেন নি যে তারা কানাডিয়ানদের জন্য কিছু করতে পারবেন না বা এধরণের মন্তব্য। যা তিনি বলেছেন তিনি নিজেই কতোটা কানাডিয়ানদের জন্য করতে পারবেন ও করেছেন সেটাই তিনি ফোকাস করেছেন। অত্যন্ত মার্জিত আচরণের পরিচয় দিয়েছেন তিনি।

এদিকে কনজারভেটিভ নেতা Pierre Poilievre ( PP) কানাডিয়ানদের জন্য কী করবেন সেসব বলতেছেন যেমন; তিনিও বলেছেন ট্যাক্স কাট করবেন। কিন্তু ট্যাক্স কাটার ব্যাপারে তাঁর কী ধরণের পলিসি হবে তা তিনি উল্লেখ করেন নি।

এদিকে লিবারেল অনেককিছু ভালো কাজ করেছে যেমন, চাইল্ড কেয়ার, ডেন্টাল কেয়ার এসব। এখন কার্নির প্রশ্ন হলো PP নির্বাচিত হলে তিনি লিবারেলের এসব ভালো পদক্ষেপগুলো কী করবেন? রাখবেন না সরিয়ে অন্য রকম করবেন সেটার ব্যাপারে PP কোনো সরাসরি উত্তর দেন নি সাংবাদিকদেরও।

এদিকে ট্রাম্পের শুল্ক বা তার আচরণ দমনে কার্নির এ্যাকশন PP র থেকে অনেকটা এগিয়ে আছে। যাতে করে জরিপে এখন কার্নি PP এর থেকে কিছুটা এগিয়ে আছেন।

অন্য দিকে আরেক কাণ্ড ঘটেছে। সেটা হলো Albert’র যে মহিলা প্রিমিয়ার তাঁর নাম হলো ড্যানিয়েল স্মিথ। তিনি একটু অন্য টাইপের মহিলা। শুরু থেকে ট্রাম্পের শুল্কের ব্যাপারে তিনি কানাডার অন্যান্য সব নেতাদের থেকে নিজেকে আলাদা রেখেছেন। নিজের মত মতো চলতেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি তাঁর পক্ষে রাখতে চান। কিন্তু ট্রাম্প তাঁকে কখনোই পাত্তা দেন নি। তিনি কনজারভেটিভ সমর্থক।

তো তিনি কী করেছেন শোনেন। তিনি গিয়ে ট্রাম্পের এডমিনিস্ট্রেশনকে অনুরোধ করে বলেছেন, “তোমরা শুল্ককে একটু বন্ধ রাখো এই নির্বাচনের সময়। কারণ, তোমাদের শুল্কের ইস্যু  মোকাবেলায় কার্নির জন সমর্থন পেয়ে নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনা আছে।”

দেখেন কতো বড়ো নির্লজ্জ প্রিমিয়ার! অথচ এই প্রিমিয়ারের নামে নানারকম দুর্নীতির অভিযোগ আছে যা  RCMP পর্যন্ত ইনভেষ্টিগেট করতেছেন।

তো আজকে যখন সাংবাদিকরা কার্নিকে ড্যানিয়েলের এই কুটনৈতিক কথা সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তখন কার্নি হেসে বললেন, জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে কানাডার যোগ্য হিসেবে দেখতে চান।

আমার মন্তব্য : কার্নি অসম্ভব একজন ট্যালেন্টেড নেতা। তিনি কথা বলেন অত্যন্ত যুক্তি দিয়ে। তিনি দেশের স্বার্থে ও অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ভীষণ দক্ষতার পরিচয় দিচ্ছেন।

কিন্তু ঘটনা হলো যে, কার্নিকে এখনো কানাডার অনেক মানুষই চেনেন না। কারণ, তিনি মাত্র নির্বাচিত হয়েছে দলের নেতা হিসেবে। ওদিকে PP সেই 2022 সাল থেকে কনজারভেটিভ নেতা হয়ে আছেন। তাই তাঁকে বেশি মানুষ চেনেন।

সে যাই হোক, ট্রুডো পদত্যাগের আগে লিবারেল পার্টি প্রায় তলানিতে গিয়েছিল। জিরোও বলতে পারেন। ট্রুডো পদত্যাগ ঘোষণা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, দেশ প্রেম দেখিয়ে পার্টির জনপ্রিয়তা গর্ত থেকে টেনে 15% ওপরে তোলেন। তারপর কার্নি দলের হাল ধরলে তিনি আরো দ্রুতগতিতে দলকে কনজারভেটিভের ওপরে নিয়ে যান।

আজ যখন কার্নি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন কানাডিয়ানদের জন্য কী করবেন ও কীভাবে ট্রাম্পের মোকাবেলা করবেন, কীভাবে দেশের অর্থনৈতিক শক্তিশালী করবেন, জব বাড়াবেন,হাউজিং কস্ট কমাবেন, ট্যাক্স কাটবেন ইত্যাদি প্রমিস করলেন তখন এসবের ওপর ভিত্তি করে তাঁর দল লিবারেল পার্টির পজিশন আরেকটু পাল্টে যাবে বলে analyst রা মনে করতেছেন।

এদিকে আজকের দিন পর্যন্ত ভিত্তি করে কোন দল আসন্ন নির্বাচনে কতোটা আসন পেতে পারে তার একটা প্রজেক্টর দেখিয়েছে। তাতে দেখা গেছে যে, কার্নির দল পাবে 176 টা আসন, PPএর দল কনজারভেটিভ পাবে 146 টা আসন ও বাকিগুলো কয়েকটা করে।

এই নির্বাচনে লিবারেলের কার্নি ও কনজারভেটিভের Pierre Poilievre ( PP) হলেন ফ্রন্ট রানার। আমি কার্নিকেই ভোট দেব। PP জিতলেও সমস্যা নেই। যেই জিতুক কেউই স্বৈরাচার শাসক হবেন না। কানাডা ভদ্র দেশ। কখনোই জোর করে অবৈধভাবে ক্ষমতায় কোনো নেতাই থাকেন না। যতক্ষণ পর্যন্ত জনগণ চাইবেন ততক্ষণ তাঁরা থাকবেন।

দেখা যাক কানাডার ভবিষ্যৎ কী হয় আসন্ন নির্বাচনে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles