2.8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

যুক্তরাষ্ট্রে সাবেক মন্ত্রী নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে সাবেক মন্ত্রী নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট - the Bengali Times
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর

আমেরিকার নিউইয়র্কে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের ১৪টি অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদসহ মোট ৬৭ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করে দুদক।

এ ছাড়া তার নামে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তার ৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকা। অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -

বৃহস্পতিবার সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালের ১২টি ফ্ল্যাট ও ৪টি পার্কিং স্পেস আছে যার মূল্য ৪৯ হাজার ৬০০ ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (৭৭ টাকা ডলার ধরে)। এ ছাড়া স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে তার দুটি বহুতল ভবন রয়েছে। যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে শুরু হওয়া অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল।

- Advertisement -

Related Articles

Latest Articles