4.4 C
Toronto
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক

শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক - the Bengali Times
শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার

ক্রিকেটের নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে। টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাই দলের মালিকানা গিয়েছে তার হাতে।

জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। লিগটির প্রথম দুই মৌসুমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম মৌসুমে ২ লাখ মানুষ অংশ নিয়েছিল, যা দ্বিতীয় মৌসুমে বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১০ হাজারে। তৃতীয় মৌসুমে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

এই ই-ক্রিকেট লিগ সম্প্রচার করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, যার মধ্যে রয়েছে জিও সিনেমা, স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টস। এবার ধারণা করা হচ্ছে, হটস্টারেও দেখা যাবে এই লিগের ম্যাচগুলো।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সারা বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টস খুবই আকর্ষণীয়, আর গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আমি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। আশা করি, আরও অনেকেই এই খেলায় আগ্রহী হবে।’

টেন্ডুলকার পরিবারের সদস্যরা বরাবরই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছেন। শচীন এখনও লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকা পালন করছেন। সারার ভাই অর্জুন টেন্ডুলকারও পেশাদার ক্রিকেটার, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও একজন ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন নতুনভাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles