
বলিউডের এভারগ্রিন নায়িকা রেখা। তার রূপ-গুণ এখনও নতুন প্রজন্মের নায়িকাদের টেক্কা দেয়। তবে রূপের থেকেও রেখার ব্যক্তিগত জীবন বেশিই আকর্ষণ করে অনুরাগীদের। বিশেষ করে তার প্রেম জীবন।
অমিতাভের সঙ্গে রেখার সম্পর্ক তো বলিউডের হট টপিক। আর সেই কৌতুহলের টানেই অনেক অনুরাগীরাই কাছে যেতে চান অভিনেত্রীর। তাকে একবার কাছ থেকে দেখার জন্য নানা ফন্দিও আঁটেন। ঠিক যেমন ঘটেছিল উমরাও জান ছবির শুটিং ফ্লোরে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা আশির দশকের। লখনউয়ের এক বাড়িতে শুটিং চলছে রেখা অভিনীত ‘উমরাও জান’ ছবির। ফারুক শেখকে নিয়ে রেখার সঙ্গে এক অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলছিল। হঠাৎই পরিচালক মুজ্জাফর আলি শুনতে পান, বাড়ির বাইরে তুমুল চিৎকার। জানলা দিয়ে দেখেন, রেখার এক ঝলক পেতে বাড়ির বাইরে লোকজনের সমাগম।
পরিচালক নিরাপত্তারক্ষীদের বললেন, পরিস্থিতি সামলাতে। ফের শুরু হল শুটিং। শুটিংয়ের মাঝেই হঠাৎ ঘরের মধ্যে বন্দুক হাতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। বন্দুক তাক করলেন রেখার দিকে! ফারুখ শেখ, রেখা, পরিচালক তখন ভয়ে কাঁপছেন। কোনো অঘটন ঘটার আগেই নিরাপত্তারক্ষীও হাজির হন সেই ঘরে। ওই যুবককেও ধরেও ফেলেন।
কে এই ব্যক্তি? পরে জানা যায়, এই ব্যক্তি রেখার এক অন্ধভক্ত। ফারুক শেখের সঙ্গে রেখার অন্তরঙ্গ দৃশ্যের কথা জানতে পেরেই বন্দুক হাতে শুটিং ফ্লোরে হাজির হন। তিনি নিজেকে রেখার প্রেমিক বলে দাবি করেছিলেন।
এসব ঘটনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফারুখ শেখ। ১৯৮১ সালে মুক্তি পায় উমরাও জান। বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও, এই ছবি ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।