5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন বিবাহিত অভিনেত্রী (দেখুন ভিডিও)

সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন বিবাহিত অভিনেত্রী (দেখুন ভিডিও) - the Bengali Times

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিয়ের পর সালমান খানকে নিয়ে নানা কথা বলছেন। ক্যাটরিনার সঙ্গে তার প্রেম ছিল কিনা সেটা বিতর্কের বিষয়, কবে ক্যাটরিনাকে ‘ভাইজান’ সত্যি ভালোবেসেছেন, সে ইঙ্গিত বহুবার দিয়েছেন।

- Advertisement -

সালমানের সঙ্গে জুটি বেঁধে বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার বিয়েতে তার অনুপস্থিতি নিয়ে তাই চারিদিকে কম চর্চা হয়নি। ক্যাটরিনা-ভিকির বিয়ের দিন দেশ ছেড়ে সৌদির পথে পা বাড়িয়েছিলেন এই সুপারস্টার।

এমন সময় সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন হিন্দি টেলিভিশনের ছোট পর্দার অভিনেত্রী আনিতা হাসনন্দানি। এদিন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। সবচেয়ে মজার বিষয়, সেই পোস্টে নিজের শিশুপুত্র আরভকেও শামিল করেছেন আনিতা।

যে কোনো মূল্যে সালমানকে বিয়ে করতে চান বলেও জানিয়ে দেন তিনি, এর জন্য স্বামীকে ত্যাগ করতে প্রস্তুত তিনি! স্বামী রোহিত রেড্ডির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন আনিতা।

তবে বিষয়টিই পরবর্তীতে জানা যায়, তিনি মজার ছলেই করেছেন। তার এই ভিডিও সামাজিক মাধ্যমে অনিতার ভক্তরা বেশ এনজয় করেছেন।

ভিডিওটি দেখুন

 

View this post on Instagram

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani)

- Advertisement -

Related Articles

Latest Articles