
যুক্তরাষ্ট্র নতুন শুল্কের ঘোষণা দেওয়ার পর স্টোলান্টিস উইন্ডসর অ্যাসেম্বলি প্ল্যান্ট দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে সদস্যদের জানিয়ে দিয়েছে ইউনিফর লোকাল ৪৪৪। সামনে সূচিতে আরও পরিবর্তন আসবে বলেও ধারণা করা হচ্ছে। বুধবার তারা এ কথা জানায়।
ইউনিয়নটি গত বুধবার তাদের ফেসবুক পেজে বার্তাটি পোস্ট করে। ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য প্ল্যান্টটি বন্ধ রাখার ব্যাপারে কোম্পানির বার্তা সেখানে তুলে ধরেছে ইউনিয়ন।
লোকাল প্রেসিডেন্ট জেমস স্টুয়ার্টের লেখা পোস্টটিতে বলা হয়েছে, অনেকগুলো বিষয় এখানে কাজ করছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করার পেছনে কাজ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন শুল্ক সংক্রান্ত ঘোষণা।
আরও বেশি উৎপাদন ও চাকরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে এই ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, দশকের পর দশক ধরে কাছের এবং দূরের, বন্ধু ও শত্রুদের দ্বারা আমাদের দেশ লুট ও ধর্ষিত হয়ে আসছে। দিনটিকে ট্রাম্প লিবারেশন ডে হিসেবে আখ্যায়িত করেন।
কানাডা এই পাল্টা শুল্ক থেকে নিস্কৃতি পেয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে। সেই সঙ্গে বিদেশে উৎপাদিত সব গাড়ির ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
কানাডার গাড়ি খাতের জন্য সিইউএসএমএ মুক্ত বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করা সব পণ্য আপাতত এই শুল্কের বাইরে থাকছে। স্টুয়ার্ট লিখেছেন, এটা সমগ্র গাড়ি শিল্পে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং এটা অব্যাহত থাকবে। এটা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কারখানার ওপরও প্রভাব ফেলবে।
সবশেষে বলা হয়েছে, ইউনিয়ন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং ইউনিয়ন প্রতিনিধিরা কোম্পানির ওপর স্পষ্টতা ও জবাবদিহিতার জন্য চাপ দিয়ে যাবে।