
বিয়ের মাত্র আট দিন আগে আলিগড়ের একটি বিয়েবাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের শপিংয়ের অজুহাতে একসাথে বেরিয়ে গিয়েছিলেন কনের মা ও হবু জামাই। কিন্তু দীর্ঘক্ষণ তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি, যা পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করে। অবশেষে জানা গেলো, হবু জামাইয়ের হাত ধরেই কনের মা পালিয়ে গেছেন।
সংবাদ সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল কনের বিয়ে ঠিক ছিল। কনের মা, মেয়ের জন্য পছন্দমতো পাত্র খুঁজে এনেছিলেন এবং সম্পর্ক দেখে তারা বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু পাত্রের সাথে কনের মায়ের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সম্বন্ধ দেখার দিন থেকেই একে অপরের সাথে অনেক সময় কাটাতে শুরু করেন তারা। বিয়ে ঠিক হওয়ার পর, প্রায়ই কনের মা-কে দেখা যেত পাত্রের সাথে।
কিছুদিন আগে, হবু বউকে ছেড়ে হবু শাশুড়িকে একটি দামি ফোন উপহার দেন পাত্র, যা নিয়ে সন্দেহ বাড়ে। তবে, ওই যুবক এটি শুধুমাত্র একটি প্রণামী বলেই দাবি করেছিলেন। কিন্তু কনের বাবা এবং মেয়ে একে অপরের মধ্যে অস্বস্তি অনুভব করতে থাকেন।
অবশেষে, আজ সকালে কনের মা ও হবু জামাই একসাথে বাড়ি থেকে বের হন। কয়েক ঘণ্টা পরেও ফিরে না আসায় কনের বাবা সন্দেহ করেন। এরপর আলমারি খুলে দেখেন, মেয়ের বিয়ের সমস্ত সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য উপহার নিয়ে পালিয়ে গিয়েছেন তারা। এই ঘটনার পর, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।