
সম্প্রতি এক বক্তৃতায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা খালি বলেছে উন্নয়ন করছে উন্নয়ন করছে কেউ কিছু দেয় নাই। হাসিনা যেই পরিমাণ চুরি করছে, এই পৃথিবীতে কেউ এতো চুরি করে নাই। একটা মেট্রোরেল হইছে, তার দুইটা স্টেশন ভাঙছিলো। হাসিনা নিজে বলছিলো, ৫০০-৭০০ কোটি টাকা লাগবে। হায়রে চোরের চোর। এই দুইটা স্টেশন ঠিক করতে একটায় টাকা লাগছে ২০ লাখ, আরেকটায় এক কোটির কিছু বেশি লাগছে।
তিনি আরো বলেন, মেট্রো কর্তৃপক্ষ বলছে, যেহেতু এখান থেকে ওখান থেকে এটা ওটা এনে আমরা এটা রিপেয়ার করেছি, আরো ১০-১২ কোটি টাকা সব মিলিয়ে লাগবে। ১০-১২ কোটি টাকা আর ৫০০-৭০০ কোটি টাকা কি এক নাকি। এই টাকা গুলা কার, কার বাবার টাকা। সব সময় সব প্রজেক্টে এই রকম টাকা চুরি করেছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার আশেপাশে যারা ছিল, প্রত্যেকে চোর। তার পিয়নেরও নাকি ৪০০ কোটি টাকা, তারে যে চা খাওয়াইছে তারও ৪০০ কোটি টাকা। আমিতো চাই আমার লেখালেখি করে যে, আমার গাড়ি চালাইছে যে, সে ভালো বাড়িতে থাকুক, তার ছেলেমেয়েরা লেখাপড়া করুক। আমার ১ কোটি থাকলে তারও ২-৫ লাখ থাকুক। তাই বলে ৪০০ কোটি টাকা! কী জন্য বলছেন, যে উনি ভালো ওনার পিয়নেরই ৪০০ কোটি টাকা। তিনি ভালো হলে কি তার পিয়নের ৪০০ কোটি টাকা হয়! তিনি চোর তাই তার পিয়নও চোর।