
রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামক একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি।
তিনি আরও বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে। অসমাজিক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ সব সময় জিরো টলারেন্স।
জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠায় অসামাজিক কার্যকলাপ।
নাম প্রকাশে অনিচ্ছুক ৯ নম্বর সেক্টরের এক বাসিন্দা জানায়, ওই রোডে আরও কয়েকটি হোটেল থাকায় রাস্তায় ভিজিটিং কার্ড ছাপিয়ে তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করে আসছে একটি অসাধু চক্র। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন।