
প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাদের আদর বা ঘনিষ্ঠ হওয়া ভারতে বেশির ভাগ সময়েই কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এ ধরনেরই একটা ঘটনাতেও তার অন্যথা হল না। বেঙ্গালুরুর মাদাভারা স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষারত এক যুগলের জনসমক্ষে ঘনিষ্ঠ হওয়া নিয়ে পড়ল হইচই। যুগলের আচরণকে অশালীন তকমা দিলেন নেটাগরিকেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সামাজিক দায়িত্ব হিসাবে আনন্দবাজার ডট কম সেই ভিডিয়ো প্রকাশ না করারও সিদ্ধান্ত নিয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে প্রকাশ্যেই অনুপযুক্ত আচরণ করছেন ওই যুগল। তাঁদের চারপাশে অন্য যাত্রীরাও ছিলেন। যুগলের কর্মকাণ্ড দেখে অস্বস্তিতে পড়েন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সমাজমাধ্যম প্ল্যাটফর্মের একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি।
ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মেট্রো কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছ ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এক নেটাগরিক লিখেছেন, “আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের উদাহরণ তৈরি করছি?” অন্য জন আবার ব্যঙ্গাত্মক ভাবে লিখেছেন, “মেট্রো স্টেশনগুলিও তা হলে এখন ঘনিষ্ঠ হওয়ার জায়গা হিসাবে কাজ করছে!’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘নির্লজ্জ এবং অশালীন আচরণ। নিরাপত্তারক্ষীরা কোথায়? কেউ কেন হস্তক্ষেপ করেননি? বেঙ্গালুরু কখনও এমন ছিল না। আমাদের শহরের কী হচ্ছে!”