1 C
Toronto
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে বলে, ভাইজান কট

মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে বলে, ভাইজান কট - the Bengali Times
ছবি সংগৃহীত

লোকমান হোসেন গোপনে মেয়েদের ছবি সংগ্রহ করে ব্লাকমেইল করে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। শনিবার (১২ এপ্রিল) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস এ কথা জানান।

ইলিয়াস তার পোস্টে বলেন, ভাইজান কট। নাম: লোকমান হোসেন, পিতা: আবুল কালাম, গ্রাম: চড়িয়া শিকার, উত্তর পাড়া, ইউনিয়ন: হাটিকুমরুল, থানা: সলঙ্গা, সিরাজগঞ্জ।

- Advertisement -

এ ছেলে গোপনে মেয়েদের ছবি সংগ্রহ করে ব্লাক’মেইল করে। সেসব ছবি দিয়ে টাকা দাবি করে অথবা ওর সাথে শারিরীক সম্পর্কে জড়াতে বলে। নাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দিয়ে সম্মা’নহানির হু’মকি দেয়।

ভুক্তভোগীর কাছে এরকম অভিযোগ পাবার পর আমি চেয়েছিলাম কথা বলে ঝামেলাটা শেষ করে দেই উল্লেখ করে তিনি আরো জানান, ভুক্তভোগীর ভাইয়ের কাছ থেকে নম্বর নিয়ে তাকে আমি কল করে পরিচয় দিয়ে বললাম, “ভাই আপনি যে ছবিগুলো ফেইক আইডি খুলো ছড়াচ্ছেন ওগুলি ডিলিট করে দেন, খামোখা ঝামেলায় যেয়েন না ” সে আমার সাথে প্রচন্ড গা’লাগাল শুরু করলো, যা পারি করে নেয়ার ধমক দিলো৷

রাতে কথাবার্তা শুনে মনে হলো ভাই অনেক প্রভাবশালী৷ কিন্তু এতো প্রভাবশালী ভাইজান এখন থানায় আছেন কিছুক্ষণ পর কোর্টে চালান দেয়া হবে৷ যান কিছুদিন বিশ্রাম নিয়ে আসেন৷

- Advertisement -

Related Articles

Latest Articles