
বৈদ্যুতিক গাড়ি নিয়ে ক্রমেই আগ্রহ বাড়ছে জনসাধারণের মনে। যে যে গাড়ি নির্মাতা সংস্থা এই ধরনের গাড়ি তৈরির দৌড়ে সবচেয়ে এগিয়ে তার মধ্যে অন্যতম ইলন মাস্কের টেসলা। শুধু বৈদ্যুতিক গাড়ি হিসাবেই নয়, বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির জন্যেও টেসলার গাড়িগুলি বেশ জনপ্রিয়। টেসলার গাড়িগুলির অন্যতম বৈশিষ্ট্য, ‘অটো ড্রাইভ মোড’। অর্থাৎ চালক স্টিয়ারিং-এ হাত না দিলেও ক্ষতি নেই, নিজে নিজেই চলবে গাড়ি। এ বার সেই প্রযুক্তি কাজে লাগিয়ে অদ্ভুত এক কাজ করতে উদ্যত এক যুগল।
আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা কাইলি কিলিয়ন এবং কোডি নেলসন নামের তরুণ তরুণী সম্প্রতি ৬০ হাজার মার্কিন ডলার খরচ করে কিনে ফেলেছেন একটি টেসলা। কারণ তাঁরা চলন্ত গাড়ির ভিতরেই সঙ্গম করতে চান! ২৯ বছরের কাইলি পেশায় একজন নামজাদা মডেল, ইন্সটাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা দুই লক্ষ বাইশ হাজার। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে ভক্তদের উদ্দেশে একটি পোস্ট করেন কাইলি। সেখানেই তিনি জানান, নতুন গাড়ি কেনার খবর। সঙ্গে নিজেই লিখেছেন, “আমরা আজ গাড়ির অটো ড্রাইভিং মোডটাকে ভাল কাজে লাগালাম।” তার পরই তিনি জানিয়েছেন, চলন্ত গাড়ির ভিতরেই সঙ্গমে লিপ্ত হয়েছেন তাঁরা। তবে ভক্তদের কিন্তু সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরল সেই ভিডিও। এক ভক্ত সেই ভিডিও দেখে মন্তব্য করেছেন, “আমি কালই একটা গাড়ি কিনব।” অপর এক নেটিজেনের বক্তব্য তিনি নাকি ইতিমধ্যেই দু’দুটো গাড়ি কিনে ফেলেছেন ঠিক এই কারণেই। প্রসঙ্গত, এর আগেও একবার শিরোনামে এসেছিলেন কাইলি। সুপার বোল চলাকালীন স্টেডিয়ামের বাইরে সঙ্গম করে প্রচারের আলোয় এসেছিলেন তিনি। সূত্র : আজকাল