16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

লন্ডনে তারেক রহমানের বাসায় জামায়াত আমীর! কী কথা হলো খালেদা জিয়ার সাথে?

লন্ডনে তারেক রহমানের বাসায় জামায়াত আমীর! কী কথা হলো খালেদা জিয়ার সাথে? - the Bengali Times
ছবি সংগৃহীত

লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ হয়েছে। এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহেরও উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

গত রোববার (১৩ এপ্রিল) খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।

- Advertisement -

দেশে ফেরার পর একটি গণমাধ্যমে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন ডা. শফিকুর রহমনা। তিনি জানান, বেগম জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তার জন্য দোয়া করেছেন। পাশাপশি তার কাছেও দোয়া চেয়েছেন জামায়াত আমির।

সূত্রে জানা গেছে, জামায়াতের আমির শফিকুর রহমান ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। এরপর দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে লন্ডনে যান তিনি। সেখান থেকে গত সোমবার দেশে ফেরেন জামায়াতের আমির।

এদিকে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে খালেদা জিয়ার সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাতের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

পোস্টে তিনি লিখেন, ‘ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া এখন তার পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।’

তিনি আরও লিখেন, ‘বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে।’

পোস্টে মারুফ কামাল উল্লেখ করেন, ‘বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাতকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’

উল্লেখ্য: লন্ডনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles