
ফুলশয্যার দিনেই চরম বিপত্তি। সঙ্গমের মাঝেই চিৎকার করে উঠল নবদম্পতি। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন আত্মীয়রাও। ঘরে ঢুকে যা দেখলেন, তাতেই সকলের চক্ষু চড়কগাছ। বিষয়টি শুধুমাত্র পরিবারের মধ্যে আবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। কীভাবে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের নানা আচার-অনুষ্ঠানের রিল, ভিডিও শুট করছিল এই নবদম্পতি। সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছিলেন। কখনও কখনও আবার লাইভও করেন বর-বউ। সমাজমাধ্যমেও সকলে তাঁদের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকছিলেন। এই পর্যন্ত ঠিক ছিল। এরপর নবদম্পতি যা ঘটাল, তা দেখে রীতিমতো চোখ ছানাবড়া নেটিজেনদের।
ফুলশয্যার রাতেও লাইভ করে নবদম্পতি। ফুলশয্যায় বিছানায় শুয়ে তাঁরা কী গল্প করছেন, সবটাই লাইভে দেখান। এর মাঝেই শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। তখন যদিও ক্যামেরার থেকে সরে এসেছিলেন। সঙ্গমের মাঝেই চিৎকার করে ওঠে নবদম্পতি। চোখ তুলে দেখতে পান, ঘরের একপাশেই দাঁড়িয়ে রয়েছেন দেওর!
জানা গেছে, ফুলশয্যায় দাদা-বৌদি কী কী করবেন, তা দেখতেই ঘরে আগে থেকেই ঢুকে লুকিয়ে ছিলেন দেওর। এরপর ফুলশয্যার ঘরে লাইভ শুরু করেন দাদা-বৌদি। সবটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন। তারপরেই দেওরকে দেখে ফেলেন বৌদি। দেওরের কীর্তি লাইভেও দেখা যায়। ভিডিওটি ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও ভিডিওটি দেখে ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়। সকলেই তীব্র সমালোচনা করেছেন তিনজনের। নেটিজেনদের বক্তব্য, ইদানিং ভাইরাল হওয়ার জন্য মানুষ গোপনীয়তাও বজায় রাখেন না। ফুলশয্যায় লাইভ করতে এই প্রথম দেখা গেল। অন্যদিকে দেওরকেও তুমুল নিন্দা করেছেন সকলে। সূত্র : আজকাল