16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সদর হাসপাতাল

সদর হাসপাতাল - the Bengali Times
হাসপাতালের প্রশাসন আর দৈনিক রুটিন মাফিক কাজ নিয়েই আমার দিন কাটে

সদর হাসপাতালের আর এম ও এর চাকুরী তখন এক বছর পার হয়েছে। একেবারে নতুন ছিলাম আমি এ পদে।হঠাৎ করে আসা একটি ট্রেনিং আমার আস্থা ফিরিয়ে দিলো।আমি নিরলস কাজ করে চলেছি।একদিন আমার হেড এ্যাসিট্যান্ট(বড় বাবু)বললেন-স্যার অডিট টিম এসেছে।–কোথায়? জানতে চাইলাম।সে তার ঘর দেখিয়ে বললো-বসে আছে।কোথায় উঠেছে?-সার্কিট হাউসে।বড় বাবুকে সব কাগজপত্র বুঝিয়ে দিতে বললাম এবং টিমের দুজনকে সহযোগিতা করতে বললাম।আমি আর তাদেরকে পরিচয় করানোর জন্য ডাকলাম না এই ভেবে যে আগে কাজ করুক তারপর দেখা যাবে।হাসপাতালের কাজে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় আমাকে।এরই ভেতর মাঝে মধ্যে অডিট টিমের সাথে দেখা হয় তখন হাই হ্যালো করি।

বিভিন্ন স্থানে দেখেছি অডিট টিমের নাম শুনলে হুলস্থুল পড়ে যায় কিন্ত্ত আমার কোন ভাবান্তর নেই। হাসপাতালের প্রশাসন আর দৈনিক রুটিন মাফিক কাজ নিয়েই আমার দিন কাটে। এর মধ্যে সকালে অফিসে এসে খোঁজ নেই অডিট টিমের মেহমানদের। বড় বাবু জানান সব চলছে ঠিক মতো।তার উপর সব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি।তবে যতটুকু নিশ্চিন্ত হওয়া যায় ততটুকু নয় কারন এই বড় বাবু যখন আমি নতুন এই পদে আসি তখন বিভিন্ন ফাইল সই করাতে নিয়ে আসতেন যখন আমি ব্যস্ত থাকতাম।এই সময় কিসে সাক্ষর করছি তা বোঝা মুশকিল।প্রথম দুএকদিন এ রকমটি লক্ষ্য করেছি তারপর এলেই ফাইল রেখে দিতাম, বলতাম-পরে আসেন দেখে শুনে বুঝে সই করে দেব।বড় বাবু ভীড়ের মধ্যে আর ফাইল ঠেলে দিতেন না।

- Advertisement -

অডিট টিমের কাজ শেষ। বড় বাবুর মুখে প্রসন্ন হাসি।বললো-স্যার ওরা আপনার সাথে একটু দেখা করতে চায়। বললাম –নিয়ে আসুন।দুজন কর্মকর্তা এলেন তাদেরকে শান্ত এবং স্থির মনে হ’ল।চা দিয়ে আপ্যায়ন করলাম।কথার মাঝে টিমের প্রধান আমাকে বললেন-স্যার, সাবজেলে যে ঔষুধ হাসপাতাল থেকে দেন তা আর দেবেন না।বললাম-জেলার সাহেবতো একটা গেজেটে আমাকে দেখালেন যে যেখানে জেলে হাসপাতাল নেই সেখানে স্থানীয় সরকারী চিকিৎসালয় থেকে ঔষধ পাবে।অডিট টিমের অফিসার বললেন গেজেট টি ঠিক আছে তবে লেখা আছে নিকটস্থ ক্লিনিক।আর তাছাড়া ওদেরতো নিজস্ব বাজেট আছে সে টাকা ওরা কি করে? কথাটা আমার মন:পুত হ’ল। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় জানালাম।পরদিন সাব জেলে গিয়ে গেজেট বের করতে বললাম।সাব জেলের জন্য ঔষধের বাজেট বরাদ্দের বিষয়টি বেরিয়ে এলো।সাব জেলার সাহেবকে বাজেট অনুযায়ী জেলের রোগীদের জন্য ভালো ঔষধের তালিকা করে দিলাম।এরপর থেকে হাসপাতালের প্যারাসিটামল, আয়রন ট্যাবলেট, সস্তা এ্যানিটিবায়োটিকের পরিবর্তে মান সম্মত ঔষধে সাব জেলের চিকিৎসা কার্যক্রম চলতে লাগলো।

ইনুভিক রিজিওনাল হসপিটাল, কানাডা।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles