
আমার জন্মদেশ বাংলাদেশ বলতে গেলে একটা গোল্লায় যাওয়ার মতো দেশ। এই দেশ নিয়ে আমার আশা ভরসা সিদ্ধ নুডুলসের মতো, অর্থ্যাৎ সোজা হয়ে দাঁড় করানো বড়ো কঠিন।
আমি তো দীর্ঘদিন দিন আগে দেশ ছেড়েছি, তখন যেসমস্ত অপকর্ম দেখেছি সেগুলির বিন্দুমাত্র কমেনি, বরং তার সাথে যুক্ত হয়েছে নতুন ফর্মের নতুন অপকর্ম। পরিবর্তন বলতে যা দেখেছি তা কিছু বড়ো বড়ো বিল্ডিং, রাস্তা ঘাট, শপিং মল ইত্যাদি অবকাঠামো যেটা আমার মনে হয় কম বেশি কালের পরিক্রমায় হতো। আর এগুলিও হয়তোবা হতো না যদি ওই সমস্ত প্রজেক্ট বাস্তবায়নে চুরিচামারীরর কোনো সুযোগ না থাকতো।
যেই দেশের অধিকাংশ মানুষের খাইসলত খারাপ সেই দেশকে ঠিক করা এতো সোজা না। ৩১ দফা বা ৩২ দফা সংস্কারের কথা বলেন আর যাই করেন, কাজ খুব একটা হবে না, আর না হলেও মানুষ ঠিকই তাদের জীবন চালিয়ে যাবে, যেমনটা এখন চলছে।
যেহেতু অপ্রত্যাশিতভাবে হলেও একটা বড়ো পরিবর্তন এসেছে, তাই আমি ব্যাক্তিগতভাবে ওই রকম ঝুড়ি বা থালভরা সংস্কার বা পরিবর্তনের জন্য লালায়িত না। আমি ঠিক ২/৩টি জিনিস দেখলেই খুশি।
১. এমন আইন করা উচিৎ যাতে যত জনপ্রিয়তা থাকুক না কেন, যত সংখ্যাগরিষ্ট থাকুক না কেন, দুই বারের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। দুইবার মানে তার জীবনে মাত্র দুইবার।
২. দলনেতা নির্বাচনের মাপকাটি কারো বাপ, কারো স্বামী, কারো ভাই, কারো খালা এগুলি বাদ দিয়ে সঠিক যোগ্যতার মাধ্যমে নির্বাচন করতে হবে। আমার নিজের বাবা বা দাদা আমার জানামতে এবং অন্যের কাছ থেকে যা জেনেছি মোটামুটি সৎ এবং ভদ্রলোক ছিলেন। তাই অনেকেই উনাদের অনেক পছন্দ করতেন এবং ভালোবাসতেন। কিন্তু এখন আমি যদি চোর, গুন্ডা, বাটপার হই তাহলে কি আপনি আমাকে চোখ কান বন্ধ করে তাদের মতো পছন্দ করে যাবেন ! সেটি হওয়া উচিত না, কিন্তু দেশে তাই হয়ে আসছে যুগযুগ ধরে। এর পরিবরতন দরকার।
৩. এবং ভোটটা যেন নির্ভয়ে, নিরপেক্ষভাবে কোনো রকম প্রভাব ছাড়া মানুষ দিতে পারে। সে জন্য পার্মানেন্টলি একটি নির্দলীয় তত্বাবধায়ওক সরকারের মাধ্যমে ভোট হওয়া দরকার। এবং এটি সারাজীবের জন্য করা উচিৎ।
আমাদের দেশ থেকে ধর্মান্ধতা, ধনি-গরিবের ভেদাভেদ, গোড়ামি, একে অপরকে ছোট করা ইত্যাদি হয়তো কখনই যাবে না, এবং বেশ কিছু মানুষ সবসমই নিপীড়িত হতে থাকবে তাই ভোটটি যদি মানুষ নিজের মতো করে দিতে পারে তাহলে অন্তত এই ক্ষেত্রে সে নিজেকে দেশের আরো ৮/১০ মানুষের মতো মনে করতে পারবে।
উপরোক্ত জিনিষগুলি হলে সব ঠিক না হলেও বেশ কিছু জিনিস ঠিক হবে, অন্তন্ত কোনো লুটেরা, চাঁদাবাজ, চোর, বাটপার বা ধান্দাবাজের ক্ষমতার চেয়ারের নিচে শিকড় গজিয়ে জোর করে বসে থাকতে পারবে না। আর চুরিচামারি কিছু করলেও খুব বেশি করতে পারবে না কারণ তাহলে সে হয়ে যাবে One time Use প্লাস্টিকের থালাবাটির মতো।
উপরোক্ত কাজগুলি যদি কেউ বা কোনো দল করতে পারে আমি তাদেরকে অন্তত আমার সাপোর্ট দিবো, সেই যেই লোক বা যেই দলই হোক না কেন।
কমেন্ট করুন সমস্যা নেই, দয়া করে অমার্জিত ভাষা ব্যবহার করবেন না এবং কেন ধরনের লিংক শেয়ার করবেন না।
আমার কথা যে সবার পছন্দ হবে এমন না। ভালো না লাগলে আমার কথাগুলি অবজ্ঞা করার বা এড়িয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে।
ভালো থাকবেন সবাই।
পরমকরুণাময় আল্লাহতালা যেন কোনো না কোনো ওছিলায়, কারো না কারো মাধ্যমে উপরক্ত কাজগুলি আমাদের দেশের জন্য করে দেন।
টরন্টো, কানাডা