16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কানাডার ইমিগ্রেশনে পরিবর্তন!

কানাডার ইমিগ্রেশনে পরিবর্তন! - the Bengali Times
Front line healthcare workers and to entrepreneurs and skilled workers with high economic impact

আপনারা যারা কানাডায় আসতে চান তাদের একটা সুযোগ হলো বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনির (PNP) এর মধ্যমে আসা।

কানাডার দশটা প্রভিন্সে আছে। সবকটা প্রভিন্সে বিশেষ ইমিগ্রেশন প্রোগ্রাম আছে।

- Advertisement -

এই PNP তে একটা প্রভিন্সিতে ইমিগ্রেশনের সিস্টেম কিছু পরিবর্তন হয়েছে। সেটা হলো The British Columbia Provincial Nominee Program (BC PNP) তে অনেকগুলো stream বন্ধ  ও draws paused করা হয়েছে।

২০২৫ সালে মাত্র 1,100 নতুন এপ্লিকেশন গ্রহণ করা হবে।

কাদেরকে প্রাধান্য দেওয়া হবে?

Front-line healthcare workers and to entrepreneurs and skilled workers with high economic impact.

অর্থাৎ যারা ফ্রন্ট লাইন হেল্থকেয়ার ওয়ার্কার, স্কিল্ড ওয়ার্কার ও  বিজনেস হোল্ডার তাদের গুরুত্ব দেওয়া হবে।

প্রভিন্সটা আরো ঘোষণা দিয়েছে যে, moratorium on general and priority occupation draws for 2025, এ রেজিস্ট্রেশন পুল থেকে শুধুমাত্র ১০০ হাই-ইমপেক্ট ক্যান্ডিডেটদের নেওয়া হবে যেখানে ফাইল জমা আছে 10,000 ক্যান্ডিডেটের।

প্রভিন্সটা বলেছে নতুন তিনটা স্টুডেন্ট স্ট্রিম চালু করবে না যতক্ষণ না একটা এ্যালোকেশন লেভেল পুনরায় চালু হয়।

এদিকে হেল্থকেয়ার থেকে শুধুমাত্র ফ্রন্ট লাইন ওয়ার্কারদের নেওয়া হবে যেখানে আগে হেল্থকেয়ারের যেকোনো অকুপেশন ছিল।

এদিকে আরলি চাইল্ডহুড এ্যাসিস্ট্যান্টদের আর নেওয়া হবে না শুধুমাত্র ECE দের গুরুত্ব দেওয়া হবে।

কানাডায় ইমিগ্রেশনে স্কিল্ড ওয়ার্কারদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফটোগ্রাফি বাই মি।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা।

- Advertisement -

Related Articles

Latest Articles