
পাম্পহাউস মিউজিয়ামের কাছে পানিতে নিখোঁজ স্কুবা ডাইভারের দেহ উদ্ধার করেছেন ওপিপি ডাইভাররা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওপিপি আন্ডারওয়াটার সার্চ অ্যান্ড রিকভারি টিম তার দেহ খুঁজে পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
দুই স্কুবা ডাইভার বিপদে পড়লে রোববার বেলা ৩টার কিছু পর কিংস্টন ফায়ার অ্যান্ড রেসকিউ, ফ্রন্টেনাক প্যারামেডিকস এবং কিংস্টন পুলিশকে লোয়ার ইউনিয়ন স্ট্রিটের পাদদেশের পিয়ারে ডাকা হয়। শোর থেকে ১৫ মিনিট দূরে ফায়ারফাইটাররা ছোট একটি বোটে একজন ডাইভারতে উদ্ধার করেন এবং সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। দ্বিতীয় ডাইভারও একই এলাকায় ছিলেন। কিন্তু পা ফসকে পানিতে চলে আসেন বলে জানিয়েছে ওপিপি।
ফায়ারফাইটাররা প্রায় সাত ঘণ্টা ঘটনাস্থলে ছিলেন এবং কোস্টগার্ডও রাত প্রায় ১১টা পর্যন্ত তার সন্ধান করে। অন্টারিওর চিফ করোনার এই ঘটনার সম্ভাব্য কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছেন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.