17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কুসিকের সাবেক মেয়র সূচনার অডিও ভাইরাল

কুসিকের সাবেক মেয়র সূচনার অডিও ভাইরাল - the Bengali Times
সাবেক কুসিক মেয়র তাহসীন বাহার সূচনা

নিজ গাড়িচালককে পঙ্গু করে হত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বহুল আলোচিত সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। বুধবার রাতে নিজের সাবেক গাড়িচালক মো. সুমনকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে এই হুমকি দেন তিনি।

শুক্রবার সূচনার ওই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক ওই মেয়রের কোনো গোপন তথ্য ফাঁস করার অভিযোগে এমন হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নেটিজেনরা।

- Advertisement -

খোঁজ নিয়ে জানা গেছে, তাহসীন বাহার সূচনার গাড়িচালক মো. সুমনকে করোনা মহামারীর সময় চাকরিচ্যুত করা হয়। এ সময় তাকে কুমিল্লা ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়। প্রাণ ভয়ে ওই চালক ঢাকায় আত্মগোপনে চলে যান।

বুধবার ঢাকার উত্তরায় সূচনার ফ্ল্যাটের কাছে সুমনকে দেখে সূচনাকে জানিয়ে দেন তার এক কাছের লোক। এতে ওই চালকের ওপর চরম ক্ষুব্ধ হন তিনি। এদিন রাত ১২টা ৫০ মিনিটে তার বাংলাদেশি মোবাইল নাম্বার সংযুক্ত হোয়াটসঅ্যাপ থেকে সুমনকে একবার এবং রাত ১টায় আরেকবার ফোন করেন; কিন্তু সাবেক গাড়িচালক সুমন কল রিসিভ করেননি। পরে রাত ১টা ২০ মিনিটে সূচনা অশ্লীল শব্দ ও বাক্যসমৃদ্ধ একটি ভয়েস মেসেজ পাঠান। ওই রেকর্ডের শব্দ ও বাক্য প্রকাশযোগ্য নয় এবং ভয়েস মেসেজে সুমনকে মাদকাসক্ত বলে তিনি উল্লেখ করেন।

সাবেক গাড়িচালক সুমন বলেন, আমি প্রায় ১২ বছর সূচনা ম্যাডামের গাড়ি চালিয়েছি। বিশেষ একটি ঘটনা দেখার কারণে আমাকে চাকরিচ্যুত করে কুমিল্লা ছেড়ে চলে যেতে বলা হয়। প্রাণভয়ে আমি কুমিল্লা ছেড়ে ঢাকায় চলে আসি। যে কারণে আমাকে চাকরিচ্যুত করা হয় তা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। আমি ওনার বিষয়ে কাউকে কিছু বলিনি।

বুধবার ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থানরত ওই যুবক আমাকে দেখে সূচনা ম্যাডামকে জানিয়ে দেন। এরপর রাতে ফোন না ধরায় আমাকে ভয়েস মেসেজ পাঠান। এতে আমাকে পঙ্গু করে হত্যার হুমকি দেওয়া হয়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles