17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘কয়েক জন ক্রিকেটার নগ্ন ছবি পাঠাত, শোওয়ারও প্রস্তাব এসেছিল’

‘কয়েক জন ক্রিকেটার নগ্ন ছবি পাঠাত, শোওয়ারও প্রস্তাব এসেছিল’ - the Bengali Times
সঞ্জয় বাঙ্গরের মেয়ে আনায়া বাঙ্গর

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গরের মেয়ে অনায়া বাঙ্গর (পূর্বে আরিয়ান) কয়েক মাস আগে তাঁর লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সামনে এনেছিলেন। তারপরেই তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, এবার এক সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্য উপস্থাপিত করেছেন। যেটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই। ছেলে থেকে মেয়েতে রূপান্তরের পেছনের গল্পটি শেয়ার করতে গিয়ে আনায়া চাঞ্চল্যকর সব অভিযোগ করেছেন।

দীর্ঘদিন লন্ডনে থাকার পর অনায়া সম্প্রতি ভারতে ফিরে একটি সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছেন।এক সাক্ষাৎকারে আনায়া ছেলে থেকে মেয়েতে রূপান্তরের পেছনের গল্পটি শেয়ার করতে গিয়ে, যেসব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সে কথাও তুলে ধরেছেন। আনায়া বাঙ্গার জানিয়েছেন, একজন ভারতীয় তারকা ক্রিকেটার তার সঙ্গে সম্পর্কের কথা বলতেন। এছাড়া আরও কিছু খেলোয়াড় তাকে অশ্লীল ছবি পাঠাতেন।

- Advertisement -

আনায়া বাঙ্গার বলেছেন, ‘যখন আমি আট বা নয় বছর বয়সি ছিলাম, তখন আমি আমার মায়ের আলমারি থেকে কাপড় নিয়ে পরতাম। তারপর, আমি আয়নার দিকে তাকিয়ে বলতাম, আমি একজন মেয়ে। আমি একজন মেয়ে হতে চাই।’

তিনি যোগ করেছেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো কিছু সুপরিচিত ক্রিকেটারের সঙ্গে খেলেছি। বাবা একজন সুপরিচিত ব্যক্তিত্ব হওয়ায় আমাকে নিজের সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে হয়েছিল। ক্রিকেট বিশ্ব নিরাপত্তাহীনতায় ভোগে এবং এখানে বিষাক্ত পুরুষত্বে ভরা।’

ক্রিকেটাররা তাদের নগ্ন ছবি আমাকে পাঠাত। যে ব্যক্তি সবার সামনে আমাকে গালি দিত, সেই তিনিই আবার আমার পাশে এসে বসতেন এবং আমার ছবি চাইতেন। আরও একটি ঘটনা, যখন আমি ভারতে ছিলাম, তখন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমার পরিস্থিতি সম্পর্কে বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, চলো গাড়িতে যাই। তোমার সঙ্গে সেক্স করতে চাই।’

- Advertisement -

Related Articles

Latest Articles