17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘দেখো মেরে ফেলেছি’, মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও কল কিশোরীর

‘দেখো মেরে ফেলেছি’, মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও কল কিশোরীর - the Bengali Times
ছবি সংগৃহীত

১৭ বছরের এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু সংসারে তার মন ছিল না। মন ছিল প্রেমিকের কাছে। সেই প্রেমিকের কাছে ফিরতেই নিয়েছেন এক ভয়ানক সিদ্ধান্ত? মধ্যপ্রদেশের কিশোরীর কাণ্ডে শিউরে উঠছেন সাধারণ মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ওই কিশোরী তার প্রেমিকের বন্ধুদের সহায়তায় মদের বোতল ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামীকে। আর হত্যার বীভৎস দৃশ্য ভিডিও কল করে দেখিয়েছে প্রেমিককে।

- Advertisement -

নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে। নিহতের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল। ইতোমধ্যে কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক বলেও জানা গিয়েছে।

ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়, নিহত রাহুলের সঙ্গে মাসখানেক আগে বিয়ে হয় কিশোরীর। তবে বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করছিল সে। গত ১৩ এপ্রিল ইনদওর-ইছাপুর জাতীয় সড়কের ওপর থেকে রাহুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর তিনজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রাহুলকে মদের ভাঙা বোতল দিয়ে অন্তত ৩৬ বার কোপানো হয়েছিল। এই ঘটনায় জড়িত কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বুরহানপুরের এসপি দেবেন্দ্র পতিদার জানিয়েছেন, জাতীয় সড়কের ধার থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার পরিবার মরদেহ শনাক্ত করেছে এবং তার ময়নাতদন্ত হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, মোট ৩৬ বার যুবককে কোপানো হয়েছিল। গ্রেপ্তারকৃতরা পুলিশি জেরার মুখে হত্যার কথা স্বীকারও করে নিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles