
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও সাবেক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন নেতারা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, ইউনিয়ন গোনার টাইম নাই, সবাইকে দেখে নেব।’
দেশের কয়েকটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পরই এখন তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
উল্লেখ্য গেল ১৭ এপ্রিল এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারস্থ প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ (সিবিএ) ইউনিয়নের নেতৃবৃন্দ। অভিযোগের সাথে সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানের ছাত্রলীগের কমিটিতে থাকার বিভিন্ন তথ্য প্রমাণাদিও যুক্ত করে দেয়া হয়।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. নূর আলম ও সাধারণ সম্পাদক আলী হায়দার আহমদ স্বাক্ষরিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান কম্প্রেসর এন্ড জেনারেটর ডিভিশনের কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেন্যান্স শাখায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের সাথে দীর্ঘদিন ধরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছে। এই শাখার শ্রমিক ও কর্মচারীরা তাকে খারাপ আচরণ না করার জন্য অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। তার অত্যাচারে অতিষ্ট হয়ে কর্মরত কর্মচারীরা এমপ্লয়িজ ইউনিয়নের দ্বারস্থ হয়।
এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসাইন নম্বরে একাধিকবার ফোন করেও তার সাথে যোগাযোক করা সম্ভব হয়নি।