2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি হয়ে দিলেন ব্যাখ্যা

৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি হয়ে দিলেন ব্যাখ্যা - the Bengali Times
ছবি সংগৃহীত

সম্প্রতি রাজধানীর বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় ডরমেটরি ও ক্যান্টিনের সুযোগ-সুবিধার বিষয়ে তদারকির পাশাপাশি জনগণের কথা সরাসরি শুনছেন তিনি। তারই অংশ হিসেবে শনিবার তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তখনই রাজধানীর তুরাগ থানায় নারী নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে হাজির হয়েছিলেন এক প্রবীণ ব্যক্তি। যিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে দাখিল হওয়া মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রবীণ ওই ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর শনিবার দুপুরের একটি আলাপচারিতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

পরপর চারটি বিয়ে করে বিপাকে পড়েছেন এই বৃদ্ধ। এখন স্ত্রীর মামলায় ফেঁসে যাচ্ছেন তিনি। তাই থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখী হয়ে দিলেন ব্যাখ্যা, জানালেন চার বিয়ের কারণ। বৃদ্ধের দাবি, তিনি কোনো অপরাধ করেননি, বিনা কারণে তার বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করেছেন।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, ‘আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?’ এ বিষয়ে বৃদ্ধ লোকটি বলেন, ‘নারী নির্যাতনের মামলা’।

পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলেন, ‘এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?’ এই কথা শেষ হতে না হতেই স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি কয়টি বিয়ে করেছেন?’

বৃদ্ধ ব্যক্তি উত্তর দেন, ‘চারটি বিয়ে করেছি’। শুনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাশাল্লাহ’। পরে অভিযুক্ত বৃদ্ধ চারটি বিয়ে করার কারণ ব্যাখ্যা করে জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন তিনি। এখন যিনি মামলা করেছেন তিনি আগের সেই ডিভোর্স দেওয়া স্ত্রী।

মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। এসময় পাশে ছিলেন তার বন্ধু। ভাইরাল এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles