
জীবনে কম বিতর্ক দেখেননি। জীবনে জড়িয়েছেন বহু নারীর সাথে। একসময় তো লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছিলেন। বিচ্ছেদ হয়েছে স্ত্রীর সঙ্গেও। তারপর অনেকদিন পর তিনি ফিরে এলেন। হানি সিং ফের একবার চর্চায়। কারণ তাঁর সমাজ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও। বৃহস্পতিবার গায়ক হানি সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মিশরীয় মডেল এমার ২৫তম জন্মদিন উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। এরপরই ডেটিংয়ের গুঞ্জন ছড়ায়।
হানি সিং মিশরীয় মডেল ইমা বকরের সঙ্গে প্রেম করছেন বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। এবার ওই কথিত প্রেমিকার জন্মদিনের জমকালো পার্টিতে গিয়ে সেই গুঞ্জনে ঘি ঢাললেন এ গায়ক।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পাশাপাশি হানি সিং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল এক রেস্তোরাঁয় ইমার জন্মদিন উদযাপন করছেন এবং হানি সিং ইমার পাশাপাশি বসে আছেন। এসময় ইমার হাত ধরে উঠে দাঁড়াতেও দেখা যায় হানিকে। সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে বাজছিল গায়কের জনপ্রিয় গান ‘মিলিওনেয়ার’।
এর কিছুক্ষণ পরেই হানি সিং ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘তুমি এই পৃথিবীতে বাস করো না, তুমি কেবল এর ভেতর দিয়ে পার হচ্ছো। জীবন একটা সুন্দর ভ্রমণ, যন্ত্রণা নয় বন্ধু।’
হানির এই বার্তাটি সেই ভিডিওটি ভাইরাল হওয়ার ঠিক পরেই আসায় অনেকে মনে করছেন, এটি ইমা বকরকে ঘিরে চলমান গুজবেরই প্রতিক্রিয়া।
যদিও এখন পর্যন্ত হানি সিং বা ইমা-কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক স্বীকার বা অস্বীকার করেননি; তবে তাদের মধ্যে রসায়ন ভক্তদের নজর এড়ায়নি।
উল্লেখ্য, মিশরীয় নাগরিক ইমা বকর দুবাইতে মডেলিংয়ের কাজ করেন। তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক মডেলিং জগতে পরিচিতি পাচ্ছেন। হাই-ফ্যাশন ফটোশুট, র্যাম্প শো এবং গয়নার বিজ্ঞাপনে মডেলিংয়ের জন্য তিনি বেশ জনপ্রিয়। দুবাইয়ের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।
অন্যদিকে হানি সিং তার প্রাক্তন স্ত্রী শালিনী তালওয়ায়ের সঙ্গে ১১ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন ২০২২ সালে। চলতি বছর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘আমার ওপর এর কোনো প্রভাব পড়েনি।
তিনি জানান, বিচ্ছেদটা হঠাৎ এলেও তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে।