
ওসি শহিদুর রহমান
সম্প্রতি ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানের ঘুস নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এবং তার বিরুদ্ধে মামলা বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানি অভিযোগ রয়েছে। এর জেরে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশ বলে তাকে বদলি করা হয়। এখন তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ।
এদিকে, রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন ওসি শহিদুর রহমান। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’
পুলিশ সূত্রে জানা যায়, শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে সাংবাদিকরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পায়নি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’