
ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়। রোববার (২০ এপ্রিল) জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে তাদেরকে হাজির করা হয়। এসময় অন্যান্যদের সঙ্গে শাজাহান খানকে হাজির করায়। একপর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন।
এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং জাসদ নেতা হাসানুল হক ইনু পুলিশের সঙ্গে মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। রোববার (২০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসে প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশ সদস্যরা তাদের হাতকড়া পরাতে চাইলে উভয় নেতাই তীব্র প্রতিবাদ জানান।
এ সময় এক পুলিশ সদস্যকে উদ্দেশ করে শাজাহান খান বলেন, “বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব।” একই সুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইনুও। ঘটনাস্থলে উপস্থিত অন্য নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। সাবেক প্রভাবশালী মন্ত্রীদের এমন ভাষা এবং পুলিশের সঙ্গে তাদের আচরণ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।