
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আবারও শিরোনামে। তবে এবার প্রেম নয়, প্রেম ভাঙনের গুঞ্জন নিয়েই চলছে আলোচনা। সম্প্রতি কক্সবাজারে নিজের ম্যানেজার তুরানের জন্মদিনে সারপ্রাইজ দিতে গিয়ে ফেসবুক লাইভে আসেন পরী।
সেখানে তিনি জানান, তুরানের জন্মদিন উপলক্ষে হঠাৎ করেই কক্সবাজারে এসেছেন। এই সফরে তার সঙ্গে ছিলেন ছেলে পুণ্য ও সহকর্মীরা।
কিন্তু এই আনন্দঘন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরীমণির কিছু পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। ১৮ এপ্রিল রাতে ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘প্রতারক’।
যদিও তিনি কার কথা বলছেন, তা স্পষ্ট করেননি, তবে নেটিজেনরা মনে করছেন, এটি তার প্রেমিক শেখ সাদীর উদ্দেশ্যেই বলা। কারণ, এর আগে সাদীও একটি পোস্টে তিনটি ডট দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন।
পরীমণি ও সাদীর প্রেমের গুঞ্জন নতুন নয়। একসঙ্গে ঘোরাঘুরি, ভিডিও শেয়ার, পারিবারিক মুহূর্ত—সবই জানিয়ে দিচ্ছিল সম্পর্কের গভীরতা। এমনকি সাদীর মায়ের পাঠানো পিঠার ভিডিও-ও ফেসবুকে শেয়ার করেছিলেন পরীমণি। তবে সম্প্রতি তাদের মধ্যে দূরত্বের আভাস মিলছে।
এ সম্পর্ক ভাঙনের পেছনে একটি কারণ হিসেবে শোনা যাচ্ছে, পরীমণির বাসায় কিছুদিন কাজ করা এক গৃহকর্মীকে ঘিরে। অভিযোগ, সেই গৃহকর্মী দায়িত্বে অবহেলার কারণে চাকরি হারানোর পর সামাজিক মাধ্যমে পরীমণি ও সাদীকে ঘিরে নানা বিভ্রান্তিকর মন্তব্য করেন।
পরীমণির ঘনিষ্ঠজনদের দাবি, এসব মিথ্যা ও বানোয়াট তথ্য তাদের ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং সামাজিকভাবেও ইমেজ সংকটে ফেলেছে।
এদিকে, পরীমণি ও সাদীর সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও, তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই অনেক কিছু বলে দিচ্ছে। পরীমণির ‘প্রতারক’ পোস্টের পর সাদীর ‘তিনটি ডট’ পোস্ট, এরপর পরীমণির কক্সবাজারে একা সময় কাটানো—সব মিলিয়ে তাদের সম্পর্কের অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
পরীমণির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। তবে পরের বছরেই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই পরীমণি ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানকে বড় করছেন।
বর্তমানে কক্সবাজারে ছেলে পুণ্য ও সহকর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন পরীমণি।
সেখানে থেকে তিনি ফেসবুকে সকালের কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে সবুজ টি-শার্টে স্নিগ্ধ সাজে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সকাল সকাল’।
সব মিলিয়ে পরীমণির জীবনে আবারও প্রেম-ভাঙনের সুর। তবে তিনি সবসময়ই নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন। এবারও হয়তো ব্যতিক্রম হবে না।