13.9 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

আমি আর নিতে পারছি না : পরীমনি

আমি আর নিতে পারছি না : পরীমনি - the Bengali Times
অভিনেত্রী পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি সম্প্রতি পিংকি আক্তার নামে এক গৃহকর্মীকে মারধরের ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এরপর পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করেন পিংকি। এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করলেন পরীমনি। অভিনেত্রীর অভিযোগ, অনলাইনে কুৎসা রটনা করে তার মানহানি করেছে পিংকি আক্তার।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে, আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানাত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

এর আগে পরীমণি বুধবার বিকেলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হন। পরে তিনি আদালতে জবানবন্দি দেন। পরীমণি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আমার বাসায় আরও কয়েকজন গৃহকর্মী কাজ করেন। কেউ কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। পিংকি আক্তার ইচ্ছাকৃতভাবেই আমার বিরুদ্ধে অবিরাম মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে চলেছেন।’

পরীমণি বলেন, ‘পিংকি আক্তারকে আমি নির্যাতন কিংবা কোনো ধরনের বকাঝকা করিনি। একটি গ্যাং তাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমার ব্যক্তিগত অনেক স্পর্শকাতর তথ্য প্রচার করছে। এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, এমনভাবে আমার বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে, আমি আর এটি নিতে পারছি না। আমি বিচার চাই।’

মামলায় গৃহকর্মী পিংকি আক্তার ছাড়া ‘সকল খবর’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মোর্শেদ সুমন এবং ‘প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট’, ‘অনলাইন পোর্টাল পিপলস নিউজ’ ও ‘ডিজিটাল খবর’কে আসামির তালিকায় রাখা হয়েছে।

মামলায় পরীমণি দাবি করেছেন, একটি সংস্থার মাধ্যমে গত ৫ মার্চ পিংকি আক্তার নামের এক গৃহকর্মীকে নিয়োগ দেন। গত ২৭ মার্চ তাকে ২০ হাজার টাকা বেতন দেন। পিংকি আক্তার গত ২ এপ্রিল তার বাসা থেকে চলে যান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার করে আসছেন। পিংকি আক্তারের এমন বক্তব্যের কারণে অন্যরাও সেটি ফলাও করে প্রচার করছে।

মামলায় পরীমণি দাবি করেছেন, পিংকি আক্তারসহ অন্যরা পরস্পর যোগসাজশে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুয়া ভিডিও প্রচার করেছেন।

পরীমণি তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদগুলোর একটি তালিকা মামলায় উল্লেখ করেছেন। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভিডিওর লিংকও মামলায় উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন গৃহকর্মী পিংকি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles