10.5 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই সোনাল চৌহানের

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই সোনাল চৌহানের - the Bengali Times
অভিনেত্রী সোনাল চৌহান

প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ! শুধু তাই নয়, যার অভিনয়ের চেয়ে চুম্বনের দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছিল বেশি আলোচনা। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের কথা।

তবে বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই আলোচনায় আসেন সোনাল। কখনও তার সাহসী ছবি আবার কখনও তার অভিনীত কোনো ছবির দৃশ্য ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তাই এখন সিনেমা থেকে দূরে থাকলেও নেটিজেনরা ভোলেননি অভিনেত্রীকে।

- Advertisement -

২০০৮ এ মুক্তি পায় ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত হিট ছবি ‘জান্নাত’। ছবির প্রযোজনায় ছিলেন মুকেশ ভাট। আর সে ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সোনাল।

সেই ছবিতে ৩০ টি চুম্বনের দৃশ্য ছিল। যা আজও আলোচনার কেন্দ্রে রয়েছে দর্শকের। ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। আর এরপর থেকেই পালটে যায় সোনালের জীবন।

এর আগে এক সাক্ষাৎকারে সোনাল চৌহান জানিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। আগামীতে ছবির চিত্রনাট্যের সঙ্গে মানানসই ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তবেই তিনি তা করবেন।

আবার যদি ছবির প্রচার কিংবা অন্য কোনো কারণে তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলা হয়, তবে তা নাকচ করে দেবেন বলেও জানিয়েছিলেন সোনাল।

- Advertisement -

Related Articles

Latest Articles