8.6 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

হাছান মাহমুদকে পাইলেই জুতাপেটা করমু : আ.লীগ নেতা

হাছান মাহমুদকে পাইলেই জুতাপেটা করমু : আ.লীগ নেতা - the Bengali Times
ছবি সংগৃহীত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কবির শিকদার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে জুতাপেটা করতে চান বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ইচ্ছার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টের বিষয়টি কবির শিকদার নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

- Advertisement -

ফেসবুক পোস্টটিতে কবির শিকদার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের একটি ছবি সংযুক্ত করেন। ছবিটিতে হাছান মাহমুদকে একটি খাবার টেবিলে বসে খাবার খেতে দেখা যায়। তার সামনে অনেক ধরনের খাবারের আইটেম।

ছবিটির ক্যাপশনে কবির শিকদার লেখেন, জীবনে রাজনীতি করি আর না করি, এই… (আপত্তিকর শব্দ) দেশে আসলে পাইলেই জুতাপেটা করমু। কে কে আমার সাথে থাকবেন??

তার ওই পোস্টের কমেন্টে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সমর্থন জানাতে দেখা গেছে।

কবির শিকদার ঢাকা পোস্টকে বলেন, এই হাছান মাহমুদরা বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, তৃণমূলের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমাদের প্রিয় নেত্রীকে ভুলভাল বুঝিয়ে এই টাইপের নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগের এই দশা। তারা বিদেশে আরাম-আয়েশের জীবন পার করছেন। আমরা যারা তৃণমূলের বঙ্গবন্ধুর সৈনিক, দেশরত্ন শেখ হাসিনার সৈনিক আমাদের ওপর কী ভয়াবহ নির্যাতন চলছে। কিছুদিন আগে আমাকে আর্মিরা তুলে নিয়ে গেছিল। ইচ্ছেমতো আমাকে পিটিয়ে জেলে পাঠিয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরালে প্রস্রাব করার প্রতিবাদে পোস্ট করার পর থেকে আমাকে দুইটা মামলার আসামি করা হয়েছে। আমরা আওয়ামী লীগ করেও কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের রোষানলে ছিলাম। ঠিকমতো রাজনীতিটা করতে পারিনি। সেই ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট করেছি। আরও যারা নেতা আছে তাদের বিরুদ্ধেও লেখা চলবে বলে উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।

- Advertisement -

Related Articles

Latest Articles