8.6 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী!‌

স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী!‌ - the Bengali Times
প্রতীকী ছবি

এবার অনন্য প্রেমের গাঁথা তৈরি হল। স্বামী–স্ত্রীর সংসার ভালই চলছিল। কিন্তু মাঝপথে এসে দাঁড়াল বিবাহ বহির্ভূত সম্পর্ক। অর্থাৎ আর একটি প্রেম। স্বামী থাকা সত্ত্বেও বধূর জীবনে আর একটি প্রেম এসে উঁকি দিতে শুরু করে। সেটাই কালের গতিতে চরম পর্যায়ে পৌঁছে যায়। একজন আর একজনকে না দেখলে থাকতে পারেন না। মোবাইলে হোয়াটসঅ্যাপ কিংবা সারাদিনে একবার কথা না হলে পেটের ভাত হজম হয় না। কিন্তু স্বামী তাঁর স্ত্রীকে অত্যন্ত ভালবাসেন। অথচ স্ত্রী মন দিয়ে বসে আছেন অন্য একজনকে! অবাক লাগলেও এটাই বাস্তব। আর এটাই অবশেষে জানতে পেরে গেলেন স্বামী।

বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হলে দেখা যায়, স্বামী–স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি থেকে হিংসার ঘটনা। কিন্তু এখানে সেসব হয়নি। বরং স্বামী তাঁর স্ত্রীর প্রেমে বাধা হতে চাননি। উলটে স্ত্রীকে নিজেই স্ত্রীর সঙ্গে করে নিয়ে গিয়ে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন। যা দেখল সকলে। পেশায় সিভিক ভলান্টিয়ার স্বামী বুকে পাথর রেখে এই কাজ করলেন। কারণ তিনি বুঝে গিয়েছেন, যাঁকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, ভালবেসেছেন সেই স্ত্রীর ভালবাসা তিনি কখনও পাবেন না। তাই স্ত্রীর প্রণয়কে বাস্তবে রূপ দিয়েছেন। আর নিজের দুই সন্তানকে ছেড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন তাঁর স্ত্রী। ধানতলা থানার আড়ংঘাটা সালুয়া গেট এলাকায় এখন এই প্রেমের গাঁথাই শোনা যাচ্ছে।

- Advertisement -

হিরন্ময় সমাদ্দার। পেশায় সিভিক ভলান্টিয়ার। ১২ বছর আগে বিয়ে হয়েছিল পরিবারের পছন্দ করার যুবতীর সঙ্গে। তবে ওই বিয়ে রেজিস্ট্রি ম্যারেজ ছিল না। সামাজিক মতেই বিয়ে হয়েছিল হিরন্ময় সমাদ্দারের সঙ্গে ওই যুবতীর। সাংসারিক নিয়মে তাঁদের এক ছেলে এক মেয়ে এই পৃথিবীর আলো দেখে। কিন্তু সেসবই যেন রুটিনে বাঁধা ছিল। আর যা নিয়মে বাঁধা ছিল না সেটা হল, হিরন্ময় সমাদ্দারের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। সে কথা এই সিভিক ভলান্টিয়ার স্বামী জানতেও পারেন। কিন্তু কোনও হিংসা বা রাগের প্রতিক্রিয়া দেখাননি। বরং একটু বিহ্বল হয়ে পড়লেও পড়ে নিজেকে সামলে নেন এই সিভিক ভলান্টিয়ার। আর স্ত্রীকে আড়ংঘাটার একটি কালীমন্দিরে নিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন। আর বিয়ের আগে প্রাক্তন স্বামীকে মুচলেকা দিলেন স্ত্রী, ‘আমি স্বেচ্ছায় এই বিয়ে করলাম। আমার দুই সন্তান আগের স্বামীর কাছে থাকবে। পরে দায়িত্ব আমি নিতে পারি।’

হিরন্ময় সমাদ্দার এই কাজ করলেও মনে অত্যন্ত কষ্ট পেলেন। কারণ তিনি তাঁর স্ত্রীকে অত্যন্ত ভালবেসে ছিলেন। সেটা যে শেষে এমন দাঁড়াবে সেটা ভাবতে পারেননি। তবে অতীতের কিছু মধুর স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন বলে জানান তিনি। আর যেহেতু তিনি প্রকৃত ভালবেসেছেন তাই স্ত্রী যেখানে ভাল থাকবেন সেখানে পৌঁছে দেওয়াই শ্রেয় মনে করেছেন। এই সিভিক ভলান্টিয়ার যখন জানতে পারেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা তখন জিজ্ঞাসা করেছিলেন। স্ত্রীও সরাসরি উত্তর দিয়েছিলেন। তাই জীবন খাতার প্রতি পাতার হিসাব যে মিলবে না সেটা মেনে নেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles