7.5 C
Toronto
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

‘সমকামি’ সেই দুই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর

‘সমকামি’ সেই দুই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর - the Bengali Times
ছবি সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কিশোরীর মধ্যে সমকামী সম্পর্কের অভিযোগে তাদের পরিবারের সদস্যরা গত শনিবার (২৬ এপ্রিল) সকালে থানায় সোপর্দ করেছেন। এরপর রবিবার (২৭ এপ্রিল) বিকেলে দুই পরিবারের কাছে হস্তান্তর করেছে থানার অফিসার ইনচার্জ।

জানা যায়, সমকামী দুই কিশোরীর মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া সনাতন ধর্মের লোপা মৃধা আরোহী (১৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মুসলিম পরিবারের বিলকিস আক্তার রিতু (১৯) এর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরমধ্যে তারা দাবি করে নিজেরা নিজেরা বিয়েও করেছে। এ নিয়ে দুই পরিবারের তাদের বিষয় জানতে পারে। তারা মেয়ে হয়েও অসামাজিক কাজে লিপ্ত। এঘটনার মধ্যে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল কোটালীপাড়া থেকে আরোহী ফরিদগঞ্জ রিতুর বাড়িতে আসে। এরপর পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের আটক করে রাখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করে। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর থানা পুলিশ পরিবারের লোকজনকে খবর দেয় এবং দুই পরিবারের কাছে তাদের হস্তান্তর করে।

- Advertisement -

সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দু’জনই মেয়ে এবং ভিন্ন ধর্মের অনুসারী এবং বিভিন্ন বিভাগ ও জেলার বাসিন্দা—একজন চাঁদপুরের ফরিদগঞ্জের, অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার। এদের পরিবারের সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে।‌ তাদের এই অসামাজিক কার্যকলাপে অন্যান্য পরিবারেও সমস্যা হতে পারে। তাই আরো বড়ো ধরনের সমস্যা হওয়ার পূর্বেই তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলে মত প্রকাশ করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর, নেট জগতে হইচই পড়ে যায়। নানান রকম মন্তব্য করে নিজেদের ফেইসবুকে ঝড় তুলেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, দুই কিশোরীকে থানায় এনে তাদের পরিবার ও কিশোরীদের সঙ্গে কথা বলে দুই পরিবারকে ডেকে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা যেন আর না ঘটে তার জন্য পরিবারের লোকজন অনুরোধ করে হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles