14.2 C
Toronto
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, যা বললেন অভিনেত্রী

একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, যা বললেন অভিনেত্রী - the Bengali Times
শ্রুতি হাসান

একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি হাসান। তবে তা নিয়ে কখনোই তিনি লুকোছাপা করেননি। মাইকেল কার্সেল থেকে শান্তনু হাজরাসহ একাধিক ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তার প্রাক্তন সম্পর্কগুলো নিয়ে।

বলিউডে কিছু ছবিতে কাজ করলেও সাফল্য তাকে সেভাবে ছুঁতে পারেনি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার বেশ নামডাক আছে। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যখন আমি কোনও সম্পর্কে জড়াই তখন সেখানেই সর্বস্বটুকু দেই। কিন্তু, যখন আমি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি তখন অনেক দূরে চলে যাই। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু, এইরকম অনেক ঘটনা আছে। তবে আমি কোনওরকম অনুশোচনা ছাড়াই সেই অধ্যায়টা থেকে মুক্ত হই।

- Advertisement -

গত বছর শান্তনু হাজারিকার সঙ্গে ব্রেক আপ হয়েছে সে কথা প্রকাশ্যে জানিয়েছেন। এছাড়া অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে প্রেম করার কথাও স্বীকার করেছেন।

তিনি বলেন, অনেকেই আমাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করেন, এটা কত নম্বর প্রেমিক? এটা অন্যদের কাছে শুধুমাত্র একটা সংখ্য। কিন্তু, আমার আমি মনে করি এই সংখ্যা আমাকে ব্রেক আপ যন্ত্রণাটা মনে করিয়ে দেয় আর সেইসঙ্গে নতুন প্রেমের দ্বার উন্মোচন করে। আমি কিন্তু, আমার মা-বাবাকে কখনও এই ব্যাপারে দোষারোপ করি না। সবসময় সকলের সব ধারণা বদলে ফেলা যায় না। তাই এগুলো এখন আরা আমার খারাপ লাগে না। তবে মানুষ তো, তাই কিছুটা হলেও আঘাত পায় আবার নিজেকে সামলে নেই।

শ্রুতি বলেন, অনেক সময় নিজের অজান্তেই হয়ত অনেককে আঘাত দিয়েছি। যারা আমার খুব কাছের মানুষ তাদের কাছে বারবার ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। তবে বাকিদের ক্ষেত্রে আমার কোনও আপশোস নেই।

 

- Advertisement -

Related Articles

Latest Articles