22.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

২৭ তলা বাড়ির সবচেয়ে উপরে কেন থাকেন আম্বানীরা?

২৭ তলা বাড়ির সবচেয়ে উপরে কেন থাকেন আম্বানীরা? - the Bengali Times

ছবি সংগৃহীত

গুগলের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হলো লন্ডনের বাকিংহাম প্যালেস। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর বাসস্থান ‘অ্যান্টিলিয়া’। আম্বানীদের বাড়ি যে রাজকীয় হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই বাড়ি দেখলে বিস্মিত হতেই হয়। বাড়ির কোণায় কোণায় প্রাচুর্যের হাতছানি। মুকেশ-নীতার এই ২৭ তলা বাড়ি পরিপাটি করে রাখার দায়িত্বে রয়েছেন প্রায় ৬০০ কর্মী। তারাও থাকেন এই বাড়িতেই।

রেস্তোঁরা, জিম, শপিং মল, সুইমিং পুল, খেলার মাঠ সবই রয়েছে এক ছাদের তলায়। তবে অনেকেই জানতে চান, পরিবারের সদস্যরা এই এত বড় বাড়ির ঠিক কোন ফ্লোরে থাকেন। বাড়ির সকলেই আক্ষরিক অর্থে আকাশের কাছাকাছি থাকেন। নীতা-মুকেশ এবং তার দুই ছেলে আকাশ আম্বানী এবং অনন্ত আম্বানী সস্ত্রীক ২৭ তলাতেই থাকেন।

- Advertisement -

মনে হতেই পারে এত জায়গা থাকতে সবাই ২৭ তলাতেই থাকতে গেলেন কেন? এর অবশ্য একটি কারণ আছে। এক ইন্টারভিউয়ে নীতা সেই কারণ খোলসাও করেন। নীতা জানিয়ে ছিলেন, মুম্বাইয়ে দূষণ খুব বেশি। তাছাড়া ব্যস্ত বাণিজ্যনগরীর কোলাহল থেকে দূরে থাকতে চেয়েছিলেন। ঠিক সেই কারণেই সবচেয়ে উপরের তলায় থাকায় সিদ্ধান্ত নিয়েছেন।

নীতা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। তিনি চেয়েছিলেন তার সব ঘরে যেন আলো-বাতাস খেলা করে। উঁচুতে থাকলে সেটা পাওয়া অসম্ভব নয়। তা ছাড়া নীতার ২৭ তলায় থাকার আরও একটি কারণ সমুদ্রতটে ঢেউ আছড়ে পড়া দেখা।

- Advertisement -

Related Articles

Latest Articles