1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

চয়নিকার সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহি!

চয়নিকার সিনেমা থেকে সরে দাঁড়ালেন মাহি! - the Bengali Times
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চয়নিকা চৌধুরী

চয়নিকা চৌধুরীর একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটির নাম ‘কাগজের বৌ’।

এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করার কথা ছিল ইমনের। ১৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুটিং ‍শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি।

- Advertisement -

লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌয়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’ স্ট্যাটাসের ব্যাপারে আরও জানতে মাহির ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে।

অন্যদিকে সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কথা বলতে পারব না। আমি একটা মিটিংয়ের মধ্যে আছি।’

মাহি কি কাজ করছেন না? এর উত্তরে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না তো। আপনি ফোন দিছেন কেন? মাহি স্ট্যাটাস দিছে সেটা আপনিও দেখছেন, আমিও দেখছি, ব্যাস এতটুকুই।’

আরও পড়ুন: তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’: মুক্তিযুদ্ধের অমর গাঁথা

মাহি কাজ না করলে কি আগামীকাল থেকে কাজ বন্ধ থাকবে? জানতে চাইলে চয়নিকা এক কথায় বলেন, ‘জানি না।’ এছাড়া আরও কিছু প্রশ্ন করলেও একই উত্তর দেন তিনি।

জানেন না নাকি জানাতে চান না? এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা চয়নিকা বলেন, ‘জানাব না কেন? ও (মাহি) কেন স্ট্যাটাস দিছে সেটা তো আমি জানি না।’

- Advertisement -

Related Articles

Latest Articles