
একসময় বাংলার মসলিনের খ্যাতি ছিল বিশ্বজোড়া। বাঙালি কারিগরদের তৈরি মসলিনের শাড়ির সেই কথা লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়। এবার বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে উপলক্ষে বিখ্যতি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও ফিরে এল মসলিনের সেই স্মৃতি। এমনিতেই বলিউডের কোনো তারকার বিয়ে মানেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনের পোশাক । এর আগে আনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া, পত্রলেখা সবার বিয়েতেই বর-কনের পোশাক ডিজাইন করেছেন তিনি। তাই এবারও এর ব্যতিক্রম হয়নি।
গত কিছুদিন ধরেই নেট দুনিয়ায় চর্চিত বিষয় ছিল ক্যাটরিনা-ভিকির বিয়ে । গত ৯ ডিসেম্বর এই জুটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজস্থানের মাধোপুরের সিক্স সেনসেস ফোর্ট বারোয়ারাতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন । তাদের বিয়ে নিয়ে বিনোদন জগৎ থেকে সাধারণ মানুষের উৎসাহের যেন কমতি ছিল না। ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি নেট মাধ্যমে আসতেই তা নজর কেড়েছে ভক্ত-অনুসারীদের। এবার প্রকাশ্যে এলো স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে ভিকি-ক্যাটরিনার নতুন ছবি। সেই ছবিতেই ক্যাটরিনার পরিহিত শাড়ি সম্পর্কে বলতে গিয়ে সব্যসাচী এমন কিছু তথ্য জানিয়েছেন যা শুনে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা।
সব্যসাচী জানিয়েছেন, ক্যাটরিনার পরিহিত ফুলেল নকশার শাড়িটি বানাতে অনেক সময় লেগেছে। চল্লিশ জন কারিগর প্রায় ১৮০০ ঘন্টার চেষ্টায় তৈরি করেছেন এই শাড়ি। কারিগরদের সবাই বাঙালি। এই কারিগররা শাড়ির এক একটি ফুল হাতে করে তৈরি করেছেন।
মায়ের ব্রিটিশ ঐতিহ্যকে শ্রদ্ধ জানাতেই এই শাড়িটি পরেছেন ক্যাটরিনা। ফুলের তোড়া হাতে ধরে রাখা ক্যাটের সাথে মানানসই গোলাপি শেরওয়ানিতে নজর কেড়েছেন ভিকি কৌশলও। সূত্র : আনন্দবাজার