8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

খুনীর পক্ষে সাফাই

খুনীর পক্ষে সাফাই - the Bengali Times
এঁকেছেন শিশির ভট্টাচার্য

কারো কারো দেয়ালে দেখলাম আজ তাকে নিয়ে স্তুতি বন্দনা করতে। আসলে সুবিধাভোগী, চরিত্রহীন লোকেরা দুঃশ্চরিত্র, লম্পট, দুর্নীতিবাজ, মিথ্যুক, বেহায়া, খুনীর পক্ষে সাফাই গাইবে -এটাই স্বাভাবিক।

দৈহিক মৃত্যুতে তার সব অপকর্ম ঘুচে যাবে, তিনি মান্যবর হবেন, ক্ষমা পেয়ে যাবেন, এ ভাবনার সাথে একমত নই। হালুয়া রুটির স্বাদ পাওয়া মানুষগুলোর কাছে দেবতুল্য হলেও আমরা ভুক্তভুগিরা কখনোই ক্ষমা করবো না, ঘৃনাই করবো।

- Advertisement -

আমরা যারা তারুন্যের শুরুতে বুটেরতলায় নিপীড়িত হয়েছি, কারাগারের বন্দী থেকেছি, শিক্ষাজীবন বিপর্যস্ত হয়েছে, তাদের কাছে ঘৃণিত ব্যক্তিটি সারাজীবন কুখ্যাত স্বৈরাচার,দুঃশ্চরিত্র, লম্পট হিসেবে চিহ্ণিত হয়ে থাকবে।

তার মৃত্যুবার্ষিকীতে একদলা থু থু ও ঘৃণা।

মন্ট্রিয়ল, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles