ঢাকা, বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩
২৪ কার্তিক ১৪৩০, ২৪ রবিউস সানি ১৪৪৫

বহু বিখ্যাত লোকের সঙ্গে সম্পর্ক, বইয়ে উঠে এলো মেগান ফক্সের অতীত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বহু বিখ্যাত লোকের সঙ্গে সম্পর্ক, বইয়ে উঠে এলো মেগান ফক্সের অতীত
কবিতার বই প্রকাশ করলেন মেগান ফক্স (ডানে)

পর্দায় তিনি অনবদ্য। তার অভিনয়ে মুগ্ধ লাখো ভক্ত-অনুরাগী। বিশ্বজুড়ে অগণিত ভক্ত তার। তবে গ্ল্যামার জগতে তিনি যতটা উজ্জ্বল, ব্যক্তিজীবনে ততটাই আঘাতপ্রাপ্ত হলিউড অভিনেত্রী মেগান ফক্স।

নিজের জীবনের অজানা কিছু ঘটনাই এবার নিজের লেখনীর মাধ্যমে অনুরাগীদের জন্য প্রকাশ করলেন অভিনেত্রী। সদ্য মুক্তিপ্রাপ্ত তার কবিতার বই ‘প্রিটি বয়েজ আর পয়জনাস’-এ উঠে এসেছে মেগান ফক্সের না জানা বহু অধ্যায়।

মেগান ফক্স তার কবিতার বইয়ে কিছু বিখ্যাত ব্যক্তির সাথে তার অতীতের আপত্তিজনক সম্পর্কের কথা প্রকাশ করেছেন, যা তিনি দীর্ঘ সময় গোপন রেখেছিলেন। অভিনেত্রী তার বইয়ে নিজের সম্পর্কের তিক্ত অতীত এবং শারীরিকভাবে অত্যাচারিত ও নিপীড়িত হওয়ার বিষয়গুলো তুলে এনেছেন।

মঙ্গলবার ‘গুড মর্নিং আমেরিকা’র সাথে কথোপকথনে অভিনেত্রী জানান, তিনি তার জীবনে একটি শারীরিকভাবে আপত্তিজনক সম্পর্কের মধ্যে ছিলেন এবং বেশ কয়েকটি মানসিক অত্যাচারমূলক সম্পর্কে ছিলেন। মেগান বলেন, ‘আমি কিছু লোকের সাথে প্রকাশ্যে সংযুক্ত হয়েছিলাম, যাদের আমি বলতে পারি তারা ভয়ংকর মানুষ ছিল। তারা খুব বিখ্যাত, খুব বিখ্যাত মানুষ। কিন্তু কেউই জানে না যে আমি সেই লোকদের সঙ্গে জড়িত ছিলাম।

1
বাগদত্তা মেশিনগান কেলির সঙ্গে মেগান ফক্স

নিজের কবিতার বই সম্পর্কে জিএমএকে অভিনেত্রী জানান, তার বাগদত্তা তাকে একটি কবিতার বই লিখতে উৎসাহিত করেছিলেন। তিনি আরো বলেন, তিনি তার লেখা কিছু কবিতা প্রকাশ করেননি, কারণ সেগুলো একজন পরিচিত ব্যক্তির কথা তুলে ধরে। মেগান বলেন, ‘যদি শুধু একজন কবি হওয়ার স্বাধীনতা থাকত এবং লোকেরা সত্যিই আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে না চাইত, তবে আমি এ রকম আরো অনেক ঘটনা অন্তর্ভুক্ত করতাম আমার বইয়ে।’

বইয়ের ‘অক্সিকোডোন এন্ড টাকিলা’ শিরোনামের একটি কবিতায় শারীরিকভাবে অত্যাচারিত হওয়ার দৃশ্য বর্ণনা করেছেন ফক্স। কোনো একজন বিখ্যাত ব্যক্তির তাকে আঘাত করা, থুথু দেওয়া এবং দম বন্ধ করার বিষয়ে লিখেছেন অভিনেত্রী।

তিনি শরীরে স্ক্র্যাচ এবং কামড়ের চিহ্নের কথাও তুলে ধরেছেন নিজের কবিতায়। বিছানায় শারীরিকভাবে বন্দিও রাখা হয়েছে অভিনেত্রীকে, যেন তিনি তার পরিবার বা পুলিশকে কল করতে না পারেন। সেই ঘটনাও নিজের কবিতায় তুলে ধরেছেন মেগান ফক্স।

ফক্স তার বইটিতে নিজের গর্ভপাত হওয়ার বিষয়েও লিখেছেন। তিনি বলেছেন, তার কিছু কবিতা আক্ষরিক এবং কিছু রূপক। কিন্তু সেগুলো এমন কিছু, যা নারীদের সঙ্গে সম্পর্কিত। চলতি বছরের আগস্টে বইটির ঘোষণা করে মেগান বলেছিলেন, ‘আমি আমার পুরো জীবন পুরুষদের গোপনীয়তা বজায় রেখে কাটিয়েছি। তাদের পাপের ভার বহন করতে করতে আমার শরীর ব্যথা করে।’

বর্তমানে সংগীতশিল্পী মেশিনগান কেলির সাথে সম্পর্কে রয়েছেন ফক্স। তার সাথে বাগদান সম্পন্ন করেছেন অভিনেত্রী। তবে প্রাক্তন স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সাথে সংসারজীবনে তার তিনটি সন্তান রয়েছে, যাদের নাম নোয়া, বধি ও জার্নি। ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন গ্রিন-ফক্স। তবে ২০১৯ সালে বিচ্ছেদ হয় এই জুটির।

সূত্র : পেজ সিক্স

মন্তব্য

সম্পর্কিত খবর

ইতিহাস গড়তে যাচ্ছেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ইতিহাস গড়তে যাচ্ছেন রজনীকান্ত
ইতিহাস গড়তে যাচ্ছেন রজনীকান্ত

এই মুহূর্তে বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেতারা। রজনীকান্ত থেকে মোহনলাল, রামচরণ থেকে জুনিয়র এনটিআর, অজিত কুমার ও হালের সেনসেশন আল্লু অর্জুন কিংবা মহেশ বাবু অথবা বাহুবলি প্রভাস থেকে রকি ভাই যশ, দক্ষিণী অভিনেতাদের ক্যারিশমায় মুগ্ধ সিনেপ্রেমীরা। দক্ষিণের সিনেমা শুধু ভারতেই নয়, বিশ্ববাজারেও বেশ রমরমিয়ে ব্যবসা করে চলেছে। ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডকেও সমানতালে টেক্কা দিচ্ছে দক্ষিণ।

সিনেমার ব্যাবসায়িক সাফল্য কিংবা অভিনেতাদের পারিশ্রমিক, এখন দক্ষিণের কাছে ধরাশায়ী বলিউড। 

তবে এটা জানেন কি, দক্ষিণের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে? সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতে পারিশ্রমিকের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন প্রভাস, বিজয়, অজিত কুমার, আল্লু অর্জুন, রজনীকান্তের মতো তারকারা। তবে এবার সবাইকে ছাপিয়ে দক্ষিণ ভারতেরই নয়, গোটা এশিয়ার শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হতে চলেছেন মেগাস্টার রজনীকান্ত। 

1

ভারতের জনপ্রিয় বিনোদন পোর্টাল কইমই ডটকমের রিপোর্ট অনুসারে, রজনীকান্ত ২৬০ থেকে ২৮০ কোটি টাকার পারিশ্রমিক নিতে চলেছেন, যা তাকে শুধু ভারতে নয়, সমগ্র এশিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা করে তুলতে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন রজনীকান্ত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘২.০’ বক্স অফিসে বিশাল হিট ছিল। এরপর ‘পেট্টা’, ‘দরবার’ এবং ‘আনাত্তে’র মতো সিনেমাগুলোও বক্স অফিসে মোটামুটি আয় করে। তবে চলতি বছর নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার’ দিয়ে রীতিমতো সুনামি তৈরি করেন এই প্রবীণ অভিনেতা।

বক্স অফিসে অলটাইম ব্লকবাস্টার খেতাব পায় সিনেমাটি। বিশ্বব্যাপী আয় করে নেয় ৬০০ কোটিরও বেশি। তাই অভিনেতা তার পারিশ্রমিক বাড়ানোর জন্য প্রস্তুত। লোকেশ কানারাজ পরিচালিত ‘থালাইভার ১৭১’ নামক চলচ্চিত্রটিও ‘জেলার’-এর প্রযোজক কালনিথি মারান তার সান পিকচার্সের ব্যানারে প্রযোজনা করছেন। যদিও রজনীকান্তের পারিশ্রমিকে এখনো সিনেমার নির্মাতারা নিশ্চিত করেননি, তবে সম্ভবত রজনীকান্ত তার পরবর্তী কাজের জন্য প্রায় ২৮০ কোটি পারিশ্রমিক নিতে যাচ্ছেন বলেই জানা গেছে।

রজনীকান্ত বর্তমানে ‘জয় ভীম’খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের পরিচালনায় তার পরবর্তী সিনেমার শুটিং করছেন। এতে রজনীকান্তকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটিতে আরো রয়েছেন অমিতাভ বচ্চন, রানা দাগ্গুবাতি, ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়ার, রিথিকা সিং এবং দুসারা বিজয়নের মতো তারকারা। লাইকা প্রডাকশন প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর।

সূত্র : পিংকভিলা

মন্তব্য

নির্মাতা প্রসেনজিৎ, অভিনেত্রী কঙ্গনা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নির্মাতা প্রসেনজিৎ, অভিনেত্রী কঙ্গনা!
প্রসেনজিৎ চ্যাটার্জি ও কঙ্গনা রনৌত

‘পুরুষোত্তম’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তাও প্রায় ২৫ বছর আগে। এই দীর্ঘ বিরতির পর আবারও সিনেমা নির্মাণ করবেন তিনি। মাসখানেক আগেই এ ঘোষণা দিয়েছিলেন।

তবে এবার এলো নতুন খবর। এবারের প্রজেক্ট নির্মাণ হবে বলিউড থেকে। যেখানে অভিনেত্রী হিসেবে থাকতে পারেন কঙ্গনা রনৌত।

উনবিংশ শতকে বাংলার মঞ্চে সবচেয়ে আলোচিত অভিনেত্রী নটী বিনোদিনীর জীবনের ঘটনাপ্রবাহ নিয়েই ছবিটি নির্মিত হবে।

তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে,গত বছর অক্টোবরে ‘নটী বিনোদিনী’ নামের এক সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। তবে তখন ছবিটি ‘মর্দানি’খ্যাত পরিচালক প্রদীপ সরকারের পরিচালনা করার কথা ছিল। প্রদীপ সরকারের সঙ্গে বিনোদিনী করার কথা নিশ্চিত করেছিলেন কঙ্গনাও।

তবে প্রদীপ সরকার আর নেই। চলতি বছরের মার্চ মাসেই আচমকাই মৃত্যু হয় পরিচালকের। শোনা যাচ্ছে সেই ছবিটিই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে এসেছে।

যেহেতু হিন্দিতে নির্মিত হবে, তাই ছবির আয়োজনও থাকছে বৃহৎ পরিসরে। প্রথমে কিছু অংশের শুটিং মুম্বাইতে, বাকি অধিকাংশ দৃশ্যের চিত্রায়ন হবে কলকাতা ও এর আশেপাশে।

যদিও খবরটি নিয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দেননি প্রসেনজিৎ কিংবা কঙ্গনা কেউই। তবে এরইমধ্যে এই খবরে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

প্রসঙ্গত, নটী বিনোদিনীর জীবন অবলম্বনে টালিউডেও একটি ছবি নির্মিত হচ্ছে। সেটায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এটি প্রযোজনা করছেন দেব। পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়।

সূত্র: হিন্দুস্থান টাইমস   

মন্তব্য

বড় পর্দায় অভিষেক তিশা-ফারুকীর কন্যার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বড় পর্দায় অভিষেক তিশা-ফারুকীর কন্যার
মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও তাদের মেয়ে ইলহাম। ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে পরিচালনার সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। সিনেমাটির যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফারুকী ও তিশা। শুধু তা-ই নয়, এই সিনেমার একটি গানে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।

আজ প্রকাশ পেয়েছে গানটি। 

গানের শিরোনাম ‘জোছনার ফুল’। গানটির কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। যৌথভাবে সুর করেছেন পাভেল আরিন ও সুমি।

গানটির সংগীতায়োজনও করেছেন পাভেল আরিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।

তিনি আরো লিখেছেন, ‘এই গানটা আপাতদৃষ্টিতে ইলহামের জন্য লেখা তার মায়ের চিঠি। কিন্তু বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই মায়ের চিঠি।’

অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, “একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে। এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।”

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

যেখানে ফারুকী ও তিশার প্রেমের গল্পের পাশাপাশি তাঁদের সম্পর্কের নানা চড়াই-উতরাই থেকে পরিণয়ের গল্প ও উঠে এসেছে। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একটি সিনেমা হিসেবে শিগগিরই মুক্তি পাবে এটি।

মন্তব্য

মাকড়সার কামড়ে মৃত্যু হলো গায়কের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
মাকড়সার কামড়ে মৃত্যু হলো গায়কের
প্রয়াত গায়ক ডেলান মারাইস

মাকড়সার কামড়ে মৃত্যু হলো ব্রাজিলিয়ান গায়ক ডেলান মারাইসের। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। জানা গেছে, গত ৩১ অক্টোবর গায়কের মুখে একটি মাকড়সা কামড়ে দেয়। সেদিন থেকে ভীষণ ক্লান্তি বোধ করতে থাকেন তিনি।

এমনকি পাল্টে যেতে থাকে ক্ষত জায়গার রং। শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়েন এই জনপ্রিয় গায়ক। 

মারাইসের স্ত্রী সেখানকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া গায়কের মৃত্যুর পর তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মৃত্যু সংবাদ জানানো হয়।

ক্যাপশনে লেখা হয়, ‘ডেলান মারাইসের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে এই কঠিন সময় পাশে থাকার জন্য। আমরা আপনাদের থেকে এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।’

জানা গেছে, মাকড়সার কামড়ের পর থেকেই নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে তাঁর দেহে। অ্যালার্জিক রিঅ্যাকশনও দেখা দেয়।

তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সাময়িকভাবে চিকিৎসা করে গত শুক্রবার ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। কিন্তু বিপদ এড়ানো যায়নি। নানা রকমের জটিলতা দেখা দিতে শুরু করে তার শরীরে। অবশেষে ৬ নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন মারাইস।

এই ব্রাজিলিয়ান গায়কের মৃত্যুর পর একই রকম বিপদের মুখোমুখি হয়েছেন তাঁর সৎমেয়ে। ১৮ বছরের সেই যুবতিকে বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাকড়সা কামড়ানোর পর। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

মাত্র ১৫ বছর বয়সেই এই ব্রাজিলিয়ান গায়ক নিজের সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি মূলত ট্র্যাডিশনাল ব্রাজিলিয়ান সাউন্ডের ওপরেই কাজ করতেন। জাবুম্বা, অ্যাকর্ডিয়ন, মেটাল ট্রায়াঙ্গেল, ইত্যাদি ব্যবহার করেই গান বাঁধতেন। তিনি এমন একটি মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে কেবল তারা তিনজন মিউজিশিয়ান ছিলেন।

ডেলান মারাইসের বোন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জি ওয়ানকে জানিয়েছেন, ‘ও সবসময় ওর বন্ধুবান্ধবদের সঙ্গেই থাকত। ও ভীষণ আনন্দ করে বাঁচত। হাসিখুশি থাকত। খুব বড় মনের মানুষ ছিল ও। সবাইকে সব সময় সাহায্য করত।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ